শফিউল আলম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ইউপি সদস্য হিসেবে শেরে বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড পেয়েছেন রাউজান উপজেলার ০৬ নং বিনাজুরী ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য সরোয়ার আজাদ। গত ২০জুন সোমবার ঢাকার পুরানা পল্টন লাইন পল্টন টাওয়ার ৪র্থ তলাস্থ ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে এ এ্যাওয়ার্ড প্রদান করা হয়। জানা যায়, বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশন আয়োজিত শেরে বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড প্রদান উপলক্ষে “উপমহাদেশে শিক্ষা বিস্তারে শেরে বাংলার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা প্রদান করা হয় দেশের গুরুত্বপূর্ণ অর্ধশতাধিক গুণিজনকে। তার মধ্যে সরোয়ার আজাদ জনপ্রতিনিধি হিসাবে ইউপি সদস্যদের মধ্যে শ্রেষ্ঠ হিসাবে মনোনীত হয়েছেন। এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি এস. এম. মজিবুর রহমান। প্রধান আলোচক ছিলেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কামাল উদ্দিন আহমেদ, উদ্বোধক ছিলেন ১৪ দলের কেন্দ্রীয় নেতা সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাদেক সিদ্দিকী, বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন , বাংলাদেশ পুলিশের সাবেক ডিআইজি বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেন, আই এন বি সংবাদ সংস্থা চেয়ারম্যান ব্যারিস্টার জাকির আহম্মাদ ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল তদন্ত সংস্থার ডেপুটি ডিরেক্টর নুরুল ইসলাম বিপিএম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশন উপদেষ্টা মুহাম্মদ আতাউল্লাহ খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মহাসচিব এম. এইচ আরমান চৌধুরী। চট্টগ্রাম জেলার মধ্যে সফল ইউপি সদস্য হিসেবে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ এ্যাওয়ার্ড অর্জনকারী রাউজানের সরোয়ার আজাদ সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ছাড়াও বিনাজুরী ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।
শেরে বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড পেলেন রাউজানের সারোয়ার আজাদ

সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন