মোঃ নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই: প্রতিবছর ঈদুল আজহা বা কোরবানির ঈদ উপলক্ষে দেশীয় পাহাড়ী গরুর কদর থাকে একটু বেশি। ফলে পশুরহাটে পাহাড়ী গরুর দামও একটু বেশি থাকে। গত রবিবার থেকে থেকে শুরু হয়েছে কাপ্তাই নতুন বাজারে কোরবানির গরুর সাপ্তাহিক হাট। হাটে গিয়ে দেখা গেছে, জমজমাট হয়ে উঠেছে গরুর হাট। দুর-দুরান্ত থেকে ক্রেতা বিক্রেতার আগমন ঘটছে এই হাটে। কাপ্তাই নতুন বাজারের এই হাটে পার্বত্যাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে পাহাড়ী বিভিন্ন জাতের গরু আনা হয় বিক্রির জন্য। বিশেষ করে কোরবানি ঈদকে কেন্দ্র করে এই হাটে রাঙামাটি জেলার মাইনী, মারিশ্যা, লংগদু, বাঘাইছড়ি, বিলাইছড়িসহ নানা এলাকা থেকে ইঞ্জিন চালিত বোটযোগে হ্রদ পথে কাপ্তাই নতুন বাজারে গরু নিয়ে আসা চ। রাঙামাটি জেলার সুদুর মাইনী থেকে গরু বিক্রয় করতে আসা ব্যবসায়ী ইসমাইল ও রমজান মিয়া জানান, সারা বছর ধরে পাহাড়ে জঙ্গলে গরু ছেড়ে দিয়ে লালন-পালন করেন তারা। পশুরা পাহাড়ের প্রাকৃতিক ভাবে জন্মনো ঘাস, লতাপাতা খেয়ে হৃষ্টপুষ্ট হয়ে থাকে। এদের কোন প্রকার ইনজেকশন প্রয়োগ করা হয়না। তাই পাহাড়ের গরুর দাম একটু বেশি। তারা আরও জানায়, দাম বেশী হলেও বর্তমানে দেশের বিভিন্ন জেলায় যাচ্ছে কাপ্তাইয়ের এসব পাহাড়ী গরু। বিশেষ করে এই পাহাড়ী গরুর কদর দেশজুড়ে রয়েছে। কাপ্তাইয়ের নতুন বাজার হতে গরু কিনতে আসা রাঙ্গুনিয়ার বাসিন্দা আবু তালেব, কামাল হোসেন সহ বেশ কয়েকজন ক্রেতা বলেন, এই বাজারে যেসব গরু আনা হয় পাহাড় থেকে, সেগুলি অনেক ভাল। এসব গরু প্রাকৃতিক ভাবে জন্মানো ঘাস ও লতাপাতা ছাড়া কিছুই খায়না। তাই পাহাড়ী গরুর প্রতি ক্রেতাদের চাহিদা অনেকটা বেশি। তবে কিছু ক্রেতা হতাশ হয়ে বলেন, বাজারে গরুর দাম অনেক চড়া, তাই অনেকেই গরু না কিনে চলে যাচ্ছেন। দাম কমলে গরু বিক্রয় আরও বাড়বে বলে তারা জানায়। এদিকে, কাপ্তাইয়ের গরু ব্যবসায়ীরা জানান, গত রবিবার থেকে জমে উঠছে কোরবানীর পশুর হাট। ইতিমধ্যে হাটে লাখ লাখ টাকার পাহাড়ী গরু ক্রয়-বিক্রয় করা হয়েছে। তবে দাম কিছুটা বেশি হলেও ধারনা করা হচ্ছে, ঈদের ২-৩ দিন আগে দাম কিছুটা শিথিল হতে পারে। রবিবার থেকে কাপ্তাইয়ে শুরু হওয়া এই পাহাড়ী গরুর হাট কোরবানী ঈদের আগে পর্যন্ত চলবে বলে স্থানীয় ব্যবসায়ীরা জানায়।
ঈদুল আজহা উপলক্ষে: কাপ্তাইয়ে জমে উঠছে পাহাড়ী গরুর হাট, দাম বেশ চড়া

সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন