চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত নগরীর সবচেয়ে বড় পশুর হাট সাগরিকা গরুর বাজারে বেচা-কেনার উদ্বোধন করলেন সিটি মেয়র (প্রতিমন্ত্রী) বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।
মঙ্গলবার বিকেলে উদ্বোধনের পর বাজার পরিদর্শনকালে মেয়র বলেন, ব্যবসায়ীদের স্বাধীনভাবে নগরীর যে কোন হাটে ব্যবসার করার অধিকার রয়েছে। ব্যবসায়ীদের নিরাপত্তা এবং স্বাধীনভাবে চলাফেরার ক্ষেত্রে প্রশাসনের কঠোর নজরদারী রাখতে হবে।
নগরবাসীর কোরবানী পশু ক্রয়ের সুবিধার্থে সিটি কর্পোরেশন ও বাংলাদেশ ব্যাংকের যৌথ উদ্যোগে সাগরিকা গরুর বাজার ও কর্ণফুলী নুর নগর হাউজিং পশুর হাটে ক্যাশলেস ব্যাংকিং ব্যবস্থা চালু করা হয়েছে। পশুর হাটে নিরাপদে পশু বেচা-কেনার উপর গুরুত্বারোপ করে মেয়র বলেন, এতে কোন ধরনের অনিয়ম, বিশৃংখলা বা চাঁদাবাজি করা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এক্ষেত্রে কাউকে ছাড় দেয়া হবে না বলে তিনি সকলকে সতর্ক করে দেন। এই ব্যাপারে মেয়র নগরবাসী সহ সর্বস্তরের নাগরিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন-ওয়ার্ড কাউন্সিলর ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, মো. ইসমাইল, সংরক্ষিত কাউন্সিলর তসলিমা বেগম নুরজাহান ও বাজারের ইজারাদার মো. এরশাদ মামুন।