শফিউল আলম, রাউজান প্রতিনিধি: রাউজানে সনাতন ধর্মবলম্বিদের ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসবে বিপুল সংখ্যক নারী পুরুষ অংশ নিয়েছে। এই উৎসব পালিত হয় বিভিন্নস্থানে থাকা জগ্ননাথ মন্দির ও ধামে। উপজেলার সবচেয়ে বড় উৎসব হয়েছে পৌরসভার আট নম্বর ওয়াডের জগৎনাথ সেবাশ্রম মন্দিরে। বিকাল চারটায় ভ্যাচুয়ালী যোগদিয়ে রথযাত্রা অনুষ্ঠানের উদ্বোধন করেন রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী। তিনি এসময় লাউড স্পীকারে প্রধান অতিথির বক্তব্য রাখেন। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, চট্টগ্রাম হিন্দু,বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল পালিত, রাউজান পূজা উদযাপন পরিষদের সভাপতি চেয়ারম্যান প্রিয়োতোষ চৌধুরী, পৌর প্যনেল মেয়র এডভোকেট সমীর দাশ গুপ্ত, ওসি তদন্ত ছিদ্দিুকুর রহমান, কাউন্সিলর এডভোকেট দিলীপ চৌধুরী। মন্দির কমিটির সভাপতি দিলীপ চক্রবর্তীর সভাপতিত্বে ও তপন দে’র সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সাংবাদিক প্রদীপ শীল, ছাত্রলীগ নেতা দিপলু দে দিপু,অনুপচক্রবর্তী , টিপু কন্তি দে, অশোক পালিত ধীলন মুহরী, অনুপ চক্রবর্তী, সনজিৎ মজুমদার, রনজিৎ শীল, সমীর শীল,বিজন চৌধুরী, বাসনু পালিত ইমন সেন, মিটু চৌধুরী, বান্টু চৌধুরী প্রমুখ।পরে বিশাল শোভাযাত্রা চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়ক হয়ে রাউজান উপজেলা সদর প্রদিক্ষন করে।
রাউজানে রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন