স্বপ্নপুরণের সিঁড়ির আরেকটি ধাপে পা রাখতে চলেছে আনোয়ার হোসেন পিণ্টু। শীঘ্রই শুরু হতে চলেছে তার পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র “ঠিকানা” নির্মাণের প্রস্তুতিপর্ব। এ বছর বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের অনুদান পেয়েছে আনোয়ার হোসেন পিণ্টু তার ‘ঠিকানা’ চলচ্চিত্র নির্মাণের জন্যে। “প্রদোষে প্রাকৃতজন” উপন্যাস লিখে খ্যাতিমান, প্রয়াত ঔপন্যাসিক শওকত আলীর “পাকা দেখা” উপন্যাসেরই চিত্ররূপ হতে যাচ্ছে সত্যজিৎ গবেষক আনোয়ার হোসেন পিণ্টুর “ঠিকানা” চলচ্চিত্র। বেশ কিছুকাল ধরেই পিণ্টু এ ছবিটি নির্মাণের জন্যে প্রস্তুতি নিয়ে আসছিলো। সরকারের তথ্য মন্ত্রণালয়ের এ ধরনের সহযোগিতা আনোয়ার হোসেন পিণ্টুকে বিশেষ ভাবে উজ্জীবিত করবে নিশ্চয়। এতে, তার এগিয়ে চলার পথও সুগম হলো। পিণ্টু আজীবন তার গুরু সত্যজিৎ রায়ের পথ অনুসরণ করে বহুকালব্যাপী স্বপ্ন-বিচরণে দিন যাপন করে চলেছে। সত্যজিতের চলচ্চিত্রের ভুবনমণ্ডলে তার নিরন্তর পরিভ্রমণ। সেই চেতনা থেকেই কিছুকাল আগে আনোয়ার হোসেন পিণ্টু তৈরি করেছিলো “তৃতীয় বিশ্বের ম্যাজিক” নামে পঁচিশ মিনিটের একটি শর্ট ফিল্ম। এ ছবি রাজস্থানে ফিল্ম উৎসবে শ্রেষ্ঠ ছবির মর্যাদায় অভিষিক্ত হয়। এ ছাড়াও এ ছবির রাজনৈতিক বক্তব্য বিদগ্ধজনের বিশেষ দৃষ্টি আকর্ষণ করে। আমরা আশা করতেই পারি, আনোয়ার হোসেন পিণ্টুর বর্তমান পরিকল্পনার চলচ্চিত্র “ঠিকানা” এদেশের নব-তরঙ্গের ছায়াছবির জগতে একটি জ্যোতিষ্ক হয়ে সবার দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হবে।
”ঠিকানা” নিয়ে আনোয়ার হোসেন পিণ্টুর নব অভিযান স্বপন দত্ত

সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন