চবি‘তে ÔIR 4.0: Prospects and Challenges’ শীর্ষক কর্মশালায় চবির উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার
চট্টগ্রাম বিশ^বিদ্যালয় ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ১৮ জুন ২০২৩ সকাল ১০ টায় বিশ^বিদ্যালয় ইঞ্জিনিয়ারিং অনুষদের ভার্চুয়াল ক্লাস রুমে ÔIR 4.0: Prospects and Challenges’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে। চবি আইকিউএসি‘র পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আবদুল্লাহ মামুন এর সভাপতিত্বে কর্মশালায় কী-নোট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন চবি আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ খাইরুল ইসলাম। চবি আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ও চবি ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. কমল দে এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জনাব কে এম নুর আহম্মদ।
মাননীয় উপাচার্য কর্মশালায় উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান এবং একটি যুগোপযোগী কর্মশালা আয়োজন করায় আয়োজকবৃন্দকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আজকে যে কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে তা অত্যন্ত সময়োপযোগী একটি বিষয়। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত বিশে^র কাতারে বাংলাদেশকে পৌঁছাতে হলে তথ্য-প্রযুক্তিসহ সকল ক্ষেত্রে আমাদেরকে যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে ওঠার বিকল্প নেই’। তিনি বলেন, ‘৪র্থ শিল্প বিল্পবের চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের মেধাবী শিক্ষার্থীদের তথ্য-প্রযুক্তিতে স্মার্ট করে গড়ে তুলতে হবে, যাতে তারা বিশে^র নব নব চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে সক্ষম হয়’। আজকের এ কর্মশালা হতে জ্ঞান অর্জনের মধ্যদিয়ে শিক্ষার্থীরা দক্ষ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠার দিকনির্দেশনা পাবে মর্মে মাননীয় উপাচার্য প্রত্যাশা ব্যক্ত করেন।
কর্মশালায় চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।