মিরসরাই প্রতিনিধি: মিরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরের ইকোনমিক জোনের রাস্তার মুখে ডাকাতির প্রস্তুতির সময় আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেফতার করেছে মিরসরাই থানা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩ টার সময় মায়ানী ইউনিয়নের ১নং ওয়ার্ড সৈয়দালী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতের অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ডাকাতরা হলো চট্টগ্রাম জেলার সীতাকু- থানার ভাটিয়ারী ইউনিয়নের জাহানাবদ এলাকার মৃত বজল আহম্মদের পুত্র মো. জাহাঙ্গীর প্রকাশ দিদার (৪৭), ভূজপুর থানার নারায়নহাট ইউনিয়নের চাঁনপুর এলাকার মৃত আব্দুল আজিজের পুত্র আবুল কালাম (৪৫), সীতাকু- থানার সোনাইছড়ি ইউনিয়নের কদমরসুল এলাকার মৃত সালেহ আহম্মদ মিস্ত্রির পুত্র আলা উদ্দি প্রকাশ মুন্সি (৩২), নোয়াখালী জেলার সুবর্ণচর থানার পরিষ্কার বাজার এলাকার মোঃ মনিরের পুত্র মোঃ রিয়াজ (২৪), পিরোজপুর জেলার কাউখালী থানার হোগলা বেতকা এলাকার মোঃ বাবুলের পুত্র মোঃ জসিম (২৮) ও চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার স্কুলের ভিটা এলাকার মোঃ আলমের পুত্র মোঃ রনি (১৯)। এসময় তাদের কাছ থেকে ২ টি টিপ ছোরা, ১টি প্লেয়ার, ১টি স্ক্রু ড্রাইভার, ১ টুকরা রড (সামনের অংশ ধারালো), ১ টি নোস প্লাস, ২ স্লাইট রেঞ্চ, ১ টি ফ্রেমসহ হেসকো ব্লেড, ২ টি কোরা বারি, ১ টি দা, ১ টি লম্বা ছোরা, ১ টি কাঠের লাঠি, ১ টি স্টিলের পাইপ, ১ বড় কাটার, ৩ টি কাঠের লাঠি এবং ডাকাতির প্রস্তুতি কাজে ব্যবহৃত ১টি প্রাইভেট কার (চট্ট মেট্রো-গ১১-৫৭৪৮) জব্দ করা হয়। মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কবির হোসেন বলেন, বৃহস্পতিবার রাত্রিকালীন ডিউট করার সময় দিবাগত রাত সাড়ে ৩ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে মায়ানী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সৈদালী এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরের ইকোনমিক জোনের রাস্তার মুখে ডাকাতির প্রস্তুতির সময় ৬ ডাকাতকে দেশিয় অস্ত্র-শস্ত্র নিয়ে গ্রেফতার করা হয়। এসময় অজ্ঞাত ৬/৭ জন ডাকাত পালিয়ে যায়। তাদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। ওসি আরও বলেন, গ্রেফতার ডাকাতরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তারা চট্টগ্রামের আকবরশাহ এলাকা থেকে জোরারগঞ্জ থানা সহ বিভিন্ন এলাকায় ডাকাতি করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। এই ঘটনায় তাদের বিরুদ্ধে মিরসরাই থানায় ডাকাতির প্রস্তুতি মামলা চলছে বলে জানা গেছে।
ডাকাতির প্রস্তুতিকালে মিরসরাইয়ে গ্রেফতার ৬

সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন