চট্টগ্রামের কর্ণফুলীতে সাড়ে ৯ কেজি স্বর্ণ উদ্ধার করেছে পুলিশ। এ সময় চারজনকে আটক করা হয়েছে। এদের মধ্যে দু’জন নারী রয়েছে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার (১৬ জুন) সকাল সাড়ে ৯টায় নতুন ব্রিজের মইজ্জ্যার টেক এলাকায় কক্সবাজার থেকে আসা মারছা পরিবহনের একটি বাস তল্লাশি চালিয়ে এসব স্বর্ণ উদ্ধার করা হয়। এ ঘটনায় দুইজন পুরুষ ও দুইজন নারীকে আটক করা হয়েছে। তারা হলেন- অলক ধর (২৩), নারায়ণ ধর (৩৮), তার স্ত্রী জুলি ধর (৩৫) ও পরিতোষ ধর (৩৮)। তাদের সবার বাড়ি বাঁশখালী উপজেলার সাধনপুরে বলে পুলিশ জানায়। বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমাদের একটি চৌকস টিম নগরী মইজ্জ্যার টেক এলাকা কক্সবাজার থেকে আসা একটি বাসে তল্লাশি করে সাড়ে ৯ কেজি স্বর্ণ উদ্ধার করেছেন।
চট্টগ্রাম কর্ণফুলীতে সাড়ে ৯ কেজি স্বর্ণ সহ ৪ জন আটক

সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন