ইনিংসের ৪০তম ওভার, হাশমতউল্লাহ শাহিদির মিডল স্টাম্পের ওপর করা ডেলিভারি অন সাইডে ঠেলে দিয়ে সিঙ্গেল নিলেন নাজমুল হোসেন শান্ত। সিঙ্গেলটা পূর্ণ করেই হেলমেট খুলে এক লাফ, এরপর ব্যাটে ভরে করে দেওয়া উড়ন্ত চুমু! দৃশ্যটা পরিচিত লাগছে?
লাগারই কথা, গত পরশুই তো এমন উদযাপন করেছেন শান্ত। আজ সকালে আরও একবার এমন উদযাপন দেখলো মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। প্রথম ইনিংসের দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি করেছেন শান্ত।
প্রথম ইনিংসে নাজমুলের সেঞ্চুরিতে যেতে লেগেছিল ১১৮ বল। আজ করলেন ১১৫ বলে।
দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এক টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করলেন শান্ত। এর আগে প্রথম বাংলাদেশি হিসেবে ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ইনিংসে সেঞ্চুরি করেন মুমিনুল হক সৌরভ।
সবচেয়ে আকর্ষণীয় বিষয়, মুমিনুলকে স্ট্রাইকের অপরপ্রান্তে রেখেই শান্ত বসলেন তার পাশে।