প্রখ্যাত গীতিকার, নাট্যকার ও বিজ্ঞাপন নির্মাতা আহমেদ ইউসুফ সাবের আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১৫ জুন) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আজ বাদ জুম্মআ ধানমন্ডির খানকা এ সিরাজিয়া মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। আহমেদ ইউসুফ সাবের বেশ কিছু জনপ্রিয় গানের গীতিকবি। তার লেখা গানের মধ্যে উল্লেখযোগ্য- ‘যখনই নিবিড় করে’ (নিলয় দাশ), ‘সুখী মানুষের ভিড়ে’ (ফিডব্যাক), ‘মায়াবী এ রাতে’ (সুমনা হক), ‘এক নয়নে হয় না কান্দন’ (মলয় কুমার গাঙ্গুলি), ‘বিদ্রোহী’ (ফিডব্যাক) প্রভৃতি। আহমেদ ইউসুফ সাবের অনেক বিজ্ঞাপনচিত্রের জিঙ্গেলও লিখেছেন। বিজ্ঞাপনচিত্র পরিচালনায়ও দেখা গেছে তাকে। রচনা ও পরিচালনা করেছেন বেশ কিছু টিভি নাটক। এছাড়া চলচ্চিত্রের কাহিনি এবং চিত্রনাট্যও লিখেছেন তিনি। পাশাপাশি সাহিত্যের আরও নানা ক্ষেত্রে ছিল তার বিচরণ।
আহমেদ ইউসুফ সাবের ছিলেন গীতিকবি সংঘ বাংলাদেশের আজীবন সদস্য। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংগঠনটি। শোক জানিয়েছেন সংগীতাঙ্গনের আরও অনেকে।