পটিয়া উপজেলার জিরি ইউনিয়নে পূর্ব বিরোধের জের ধরে বসত বাড়ীর নির্মাণাধীন দেয়াল ভাঙচুরের একটি অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সূত্রে জানা গেছে জিরি ৫নং ওয়ার্ড ছৈয়দ হাজীর বাড়ির আবদুল করিমের সাথে তার ভাগিনা মোঃ আবছার (৩৫), নুরুল আজম (২৮) এদের সাথে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধ চলে আসছিলো। এ নিয়ে বিভিন্ন সময় সালিশি বৈঠক হলেও সমাধান করা সম্ভব হয়নি। এর মধ্যেই গত ১৪ জুন বিবাধীরা স্ব দলবল নিযে এসে আবদুল করিমের নির্মাণাধীন দেয়াল ভাঙচুর করে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতিসাধন করে। এ নিয়ে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে পটিয়া থানার এ এস আই সুজন তদন্তের জন্য ঘটনাস্থল পরিদর্শন করেন। অভিযোগকারী আবদুল করিম বলেন, আমি আমার পৈত্রিক সম্পত্তি এবং তাদের থেকে ক্রয়কৃত জায়গায় ভোগ-দখলে আছি। এখনতো বিনা ডকুমেন্টে দখলের সুযোগ নেই। তারা গায়ের জোরে সন্ত্রাসী কায়দায় জায়গা দখল করতে চায়। এ বিষয়ে জানতে চাইলে জিরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম টিপু বলেন, একই জায়গা নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের বিবাদ চলমান। ইতিমধ্যে এক পক্ষ ইউনিয়ন পরিষদে লিখিত অভিযোগ দিলে পরিষদের পক্ষ থেকে ১৮জুন রবিবার গ্রাম্য আদালতে শুনানির দিন ধার্য্য করা হয়েছে। নোটিশ দিয়ে উভয়পক্ষকে বিষয়টা জানানো হয়েছে। বিচার প্রক্রিয়াধীন থাকা অবস্থায় ইউনিয়ন বোর্ডকে অমান্য করে এবং আইন ভঙ্গ করে কেউই ভালো করেনি। আশা করছি শান্তি শৃঙ্খলা রক্ষা করে গ্রাম আদালতেই বিষয়টি নিষ্পত্তি হবে।
পটিয়ায় পূর্ব বিরোধের জের ধরে নির্মাণাধীন দেয়াল ভাঙচুর

সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন