শফিউল আলম: চট্টগ্রামের রাউজানে যুবলীগ কর্মী শহিদুল আলম হত্যা মামলার এজাহারভুক্ত আসামী সালাউদ্দিন (৩০) চট্টগ্রাম আদালতে আত্মসমর্পন করেছেন। গতকাল বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে চট্টগ্রাম আদালতের সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আ.স.ম শহীদুল্লাহ কায়সারেরর আদালতে তিনি আত্মসমর্পন করেন। আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় বলে জানান আসামী পক্ষের আইনজীবি অসিম কর্মকার। তিনি রাউজান উপজেলা ৭নং রাউজান ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পশ্চিম রাউজান হরিশখানপাড়ার মৃত শফিউল আলম প্রকাশ আমীর হোসেনের পুত্র। এ আগে মঙ্গলবার (১৩জুন) একই মামলার আরেক আসামী আবু তাহের প্রকাশ কালা মনাকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তিনি একই এলাকার ইউনুচ কোম্পানী বাড়ির প্রয়াত ইউনুচ কোম্পানীর ছেলে। যুবলীগ কর্মী শহীদুল আলম হত্যা মামলার অন্যতম আসামী আবু তাহেরকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল বলেন, গ্রেপ্তার পরবর্তী মঙ্গলবার রাতে র্যাবের একটি দল তাহেরকে রাউজান থানায় হস্তান্তর করেন। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। উল্লেখ্য, ২০১৫ সালের ২৫ ফেব্রুয়ারি অভ্যন্তরীণ বিরোধের জেরে রাউজান পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের চারাবটতল এলাকায় মুখোশধারী সন্ত্রাসীদের গুলিতে খুন হন যুবলীগ কর্মী শহীদুল আলম। ফিল্মি স্টাইলে গুলি করে মাথার খুলি উড়িয়ে দ্রুত পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে নিহতের মা বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।
শহীদ হত্যা মামলার এক আসামি গ্রেপ্তার, আসামি আদালতে আত্মসমর্পণ

সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন