দীর্ঘদিন কারাগারে থাকার পর জামিনে মুক্তি পেয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ও সাতকানিয়া উপজেলা বিএনপি’র আহ্বায়ক জামাল হোসেন। মঙ্গলবার সন্ধ্যা ৮টায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। জামাল হোসেন ২০২৩ সালের ২৪ ফেব্রুয়ারি কোতোয়ালি থানার একটি বিশেষ ক্ষমতা আইনের একটি রাজনৈতিক মামলায় নিম্ন আদালতে আত্মসমর্পন করলে আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করে। আইনি প্রক্রিয়ায় ঐ মামলায় জামিন পেলেও কোতোয়ালী থানার একাধিক মামলায় শোন অ্যারেস্ট দেখিয়ে জেলগেট থেকে পুনরায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়। কোতোয়ালী থানার একাধিক মামলা জামিন পেলেও, পরে বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় পুলিশ রিমান্ডের আবেদন করে, আদালত রিমান্ড ও জামিন আবেদন না মঞ্জুর করে। এরপর দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর ১৩ই জুন মঙ্গলবার মহানগর দায়রা আদালত থেকে জামিন পেয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি লাভ করেন। জেল থেকে বের হয়ে জামাল হোসেন বলেন আমি এই ভোট বিহীন মাফিয়া সরকারের রাষ্ট্রযন্ত্রের প্রতিহিংসার শিকার হয়ে প্রায় একডজন মিথ্যা ও ষড়যন্ত্র মূলক রাজনৈতিক মামলার আসামি, এই সব গায়েবি মামলা দিয়ে আমাদের গণতান্ত্রিক আন্দোলনকে রুদ্ধ করা যাবে না, দেশ মুক্তি আন্দোলনের সৈনিক হিসেবে শতবার জেলে গেলেও গণতন্ত্র রক্ষার আন্দোলন থেকে তিনি পিছপা হবেন না।
জামিনে মুক্তি পেলেন সাতকানিয়া উপজেলা বিএনপি’র আহবায়ক জামাল

সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন