‘৬ দফা ও স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়’ শীর্ষক সেমিনারে চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার
ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে চট্টগ্রাম বিশ^বিদ্যালয় বাংলাদেশ স্টাডিজ বিভাগের উদ্যোগে ‘৬ দফা ও স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়’ শীর্ষক এক সেমিনার ১৪ জুন ২০২৩ তারিখ সকাল ১০:৩০ টায় চবি কলা ও মানববিদ্যা অনুষদের ২নং গ্যালারিতে অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে। চবি বাংলাদেশ স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুল হক এর সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চবি ইতিহাস বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ারুল ইসলাম। এতে আলোচক ছিলেন চবি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ ফরিদুল আলম এবং বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন চবি বাংলাদেশ স্টাডিজ বিভাগের প্রতিষ্ঠাকালীন সভাপতি প্রফেসর ড. মোঃ সেকান্দর চৌধুরী। এতে স্বাগত বক্তব্য রাখেন চবি বাংলাদেশ স্টাডিজ বিভাগের প্রভাষক জনাব তৈয়বা খানম এবং সেমিনার সঞ্চালনা করেন উক্ত বিভাগের প্রভাষক জনাব সৈয়দ মুহাম্মদ মুনতাছির মোহাইমেন।
উপাচার্য তাঁর বক্তব্যের শুরুতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি একটি গুরুত্বপূর্ণ বিষয়ে সেমিনার আয়োজন করায় আয়োজকবৃন্দকে ধন্যবাদ জানান। মাননীয় উপাচার্য তাঁর নাতিদীর্ঘ বক্তব্যে ছয় দফা আন্দোলনের তাৎপর্য উল্লেখ করে বলেন, জাতির পিতার ছয় দফা আন্দোলন বাঙালি জাতির জন্য একটি মাইল ফলক। এ গুরুত্বপূর্ণ আন্দোলনের সূচনা হয়েছিল ১৯৬৬ সালের ৭ জুন। বাঙালি জাতির বিরুদ্ধে তৎকালীন পাকিস্তানি শাসক গোষ্ঠীর শোষণ-বঞ্চনা, নির্যাতন-নিপীড়ন ও বৈষম্যের বিরুদ্ধে জাতির পিতা এ ছয় দফা দাবী ঘোষণা করেছিলেন। এ ছয় দফা দাবী বাঙালির শোষণ মুক্তির হাতিয়ার। পরবর্তীতে এ ছয় দফা হয়ে ওঠে বীর বাঙালির মুক্তির সনদ। ছয় দফাভিত্তিক আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় বাঙালির স্বাধীকার আন্দোলন স্বাধীনতা সংগ্রামে রূপ নেয়। ১৯৭১ সালে জাতির পিতার আহবানে এবং তাঁরই সুযোগ্য নেতৃত্বে নিরস্ত্র বাঙালি সশস্ত্র হায়েনাদের বিরুদ্ধে একটি রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বিশে^র বুকে প্রতিষ্ঠা করে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। মাননীয় উপাচার্য ঐতিহাসিক ছয় দফা থেকে শিক্ষা নিয়ে তরুণ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হবার আহবান জানান।
সেমিনারে চবি সিনেট ও সিন্ডিকেট সদস্যবৃন্দ, বিভিন্ন বিভাগীয় সভাপতি, ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্রের পরিচালকবৃন্দ, সম্মানিত শিক্ষকবৃন্দ, প্রক্টর ও সহকারী প্রক্টরবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও সুধীবৃৃন্দ উপস্থিত ছিলেন।