চট্টগ্রাম বিশ^বিদ্যালয় প্রশাসনের উদ্যোগে চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ে অধ্যয়নরত বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় করণীয় নির্ধারণের লক্ষ্যে ১৪ জুন ২০২৩ দুপুর ১২ টায় ‘Mental Health and Expressive Psychotherapy to Protect Students from Substance Abuse and Suicide’ শীর্ষক এক কর্মশালা চবি সমাজ বিজ্ঞান অনুষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে ও চবি সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর সিরাজ উদ দৌল্লাহ। কর্মশালায় সভাপতিত্ব করেন চবি মনোবিজ্ঞান বিভাগের সভাপতি (ভারপ্রাপ্ত) ড. অরুনাভ বৈরাগী। কর্মশালা পরিচালনা করেন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যান এর অতিথি শিক্ষক, শিক্ষাবিদ এবং থেরাপিউটিক ইমপ্রোভাইজার প্রফেসর ড. জিম রবিনসন এবং চবি নাট্যকলা বিভাগের খন্ডকালীন শিক্ষক, এক্সপ্রেসিভ সাইকোথেরাপিস্ট জনাব মোঃ মোস্তফা কামাল যাত্রা।
মাননীয় উপাচার্য তাঁর বক্তব্যে উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, সুস্থ দেহে বাস করে সুন্দর মন। মন ভালো না থাকলে লেখাপড়ায় বিঘ্ন ঘটে। তিনি বলেন, মানসিক রোগ এটি একটি বৈশি^ক সমস্যা। এটির কারণে শিক্ষার্থীদের মাঝে নেতিবাচক কার্যক্রমের জন্ম নেয়। এরফলে হতাশাগ্রস্থ হয়ে অনেকে আত্মহত্যার পথ বেছে নেয়। এর থেকে পরিত্রান পেতে হলে সুস্থ মন দরকার এবং তারজন্য নিয়মিত কাউন্সিলিং প্রয়োজন। মাননীয় উপাচার্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, ‘জীবন অনেক বড়, জীবনে দুঃখ-দুর্দশা অনেক কিছুই থাকবে’। মাননীয় উপাচার্য দৃঢ়ভাবে বলেন, ‘যেকোন দুঃখ-বেদনা, হতাশা পরিবার-পরিজন, সহপাঠি এবং সম্মানিত শিক্ষকদের সাথে আলাপ-আলোচনার মধ্যে দিয়ে শিক্ষার্থীদের মানসিক যন্ত্রনা ও হতাশা কাটিয়ে উঠা সম্ভব’। তিনি তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে, চবি শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সবল রাখতে চবি প্রশাসন ইতোমধ্যে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। প্রতিটি অনুষদের অধীনে বিভাগসমূহের শিক্ষার্থীদের অভিজ্ঞ মনোরোগ বিশেষজ্ঞের নিয়মিত কাউন্সিলিংয়ের মাধ্যমে মানসিক স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার জন্য চবি প্রশাসন আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। মাননীয় উপাচার্য শিক্ষার্থীদের শৃংখলাপূর্ণ জীবন-যাপনে অনুশীলনের পরামর্শ দেন।
কর্মশালার দ্বিতীয় পর্বে উপস্থিত শিক্ষক, শিক্ষার্থীদের উদ্দেশ্যে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে মানসিক স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে বিভিন্ন কর্মকৌশল উপস্থাপন করা হয়। এতে মুক্ত আলোচনায় বিশ^বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন। কর্মশালায় চবি শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, হলসমূহের প্রভোস্টবৃন্দ, বিভাগীয় সভাপতি, ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্রের পরিচালকবৃন্দ, প্রক্টর ও সহকারী প্রক্টরবৃন্দ, অফিস প্রধানবৃন্দ, চবি অফিসার সমিতি, কর্মচারী সমিতি ও কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ, চবি সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ এবং সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
চবিতে মানসিক স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন