মিরসরাই প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম রেললাইনের মিরসরাইয়ের বড়তাকিয়া রেল স্টেশন এলাকা থেকে অজ্ঞাত (৪৫) এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৪ জুন) সকালে রেল লাইনের (চট্টগ্রামমুখী অংশে) থেকে লাশ উদ্ধার করে সীতাকু- রেলওয়ে পুলিশ। লাশ উদ্ধার হওয়া ওই যুবক রেলওয়ে স্টেশন এলাকায় মানসিক ভারসাম্যহীন অবস্থায় ঘোরাফেরা করতেন বলে এলাকাবাসী জানিয়েছেন।
রেলওয়ে পুলিশ (জিআরপি) সীতাকু- ফাঁড়ির উপ-পরিদর্শক মো. খোরশেদ আলম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বুধবার সকালে বড়তাকিয়া রেল স্টেশন এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ওই যুবক মানসিক ভারসাম্যহীনভাবে স্টেশন এলাকায় ঘোরাফেরা করতেন বলে এলাকাবাসী জানান। লাশের সুরতহালে পায়ের নিচের অংশে কাটা এবং নাকে-মুখে রক্ত দেখা যায়। ধারণা করা হচ্ছে চট্টগ্রামমুখী কোন ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে তার মৃত্যু হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ডিএনএ পরীক্ষার মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হবে বলে জানান তিনি।
প্রসঙ্গতঃ এর আগেও গত ৫ জুন সকালে উপজেলার বড়তাকিয়া রেলস্টেশন এলাকায় আপলাইনে (ঢাকামুখী) অজ্ঞাত ৫৫ বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়। এখনো পর্যন্ত তার পরিচয় শনাক্ত করতে পারেনি রেলওয়ে পুলিশ।
মিরসরাইয়ে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন