বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় বুধবার (১৪ জুন) শীর্ষে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। আর বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান পঞ্চম। অন্যদিকে সবচেয়ে নির্মল বায়ুর শহর হিসেবে শীর্ষে যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ড এবং অস্ট্রেলিয়ার সিডনি ও ক্যানবেরা।
বুধবার (১৪ জুন) সকাল সাড়ে ৮টায় দিল্লির কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ১৫৬, যা ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
একইসময় ১৪২ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জার্কাতা, ১৩৬ স্কোর নিয়ে চীনের সান্তিয়াগো, ১৩২ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে চীনের অপর শহর শেনইয়াং এবং ১৩০ স্কোর নিয়ে বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান পঞ্চম। যা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয়।
এ ছাড়া পাকিস্তানের লাহোর, চীনের ওহান ও বেইজিং, ভারতের কলকাতা এবং সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরও রয়েছে দূষিত বাতাসের শহরের তালিকাতে।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ার এ তালিকা প্রকাশ করে। একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়; আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে।
এদিকে ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
সাধারণত একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে; যেমন: বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।
এদিকে গত মাসের ২১ এপ্রিল সকাল পৌনে ৯টায় এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১৬৮ নিয়ে ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় ছিল। রাজধানী ঢাকা বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে উঠে আসে।
২০১৯ সালের মার্চ মাসে পরিবেশ অধিদফতর ও বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে উল্লেখ করা হয় যে, ঢাকার বায়ুদূষণের তিনটি প্রধান উৎস হলো: ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলা।
এদিকে সবচেয়ে নির্মল বায়ুর শহর হিসেবে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ড এবং অস্ট্রেলিয়ার সিডনি ও ক্যানবেরা। এই তিন শহরে দূষণের স্কোর শূন্য। এ ছাড়া যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিস্কো, সল্টলেক সিটি এবং অস্ট্রেলিয়ার মেলবোর্নও আছে নির্মল বায়ুর শহরের তালিকায়।