শুরুতেই জাকির হাসান ফেরায় শুরুটা ভালো হয়নি টাইগারদের। তবে এরপর আরেক ওপেনার মাহমুদুল হাসান জয় ও তিন নম্বরে নামা নাজমুল হোসেন শান্ত মিলে পাল্টা প্রতিরোধ গড়েন। তাদের দাপুটে ব্যাটিংয়ে শুরুর সেই মুহূর্তেই উধাও হয়ে যায়।
শান্ত তুলে নেন ক্যারিয়ারের পঞ্চম টেস্ট ফিফটি। অন্যপ্রান্তে ২৭ মাস পর টেস্ট খেলতে নামা জয়ও রাখেন গুরুত্বপূর্ণ অবদান। দুজনে মিলে গড়েন ১০১ রানের জুটি। মধ্যাহ্নভোজে যাওয়ার আগে শান্ত অপরাজিত ৬৪ রানে আর জয় ৩৮ রানে।
শান্তর ফিফটি, জয়কে নিয়ে গড়েছেন পঞ্চাশোর্ধ রানের জুটি
ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেট হারালেও নাজমুল হোসেন শান্ত ও মাহমুদুল হাসান জয়ের দুর্দান্ত ব্যাটিংয়ে প্রাথমিক চাপ সামাল দেয় টাইগাররা। আফগান বোলারদের বিপক্ষে রীতীমতো ত্রাস ছড়িয়ে ফিফটি তুলে নেন শান্ত। টেস্ট ক্যারিয়ারে এটা শান্তর পঞ্চম ফিফটি।
অন্য প্রান্তে শান্তকে যোগ্য সঙ্গ দেন ২৭ মাস পর টেস্ট খেলতে নামা জয়। দুজনে মিলে এখন পর্যন্ত গড়েছেন ৮৭ রানের জুটি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৯.৩ ওভারে এক উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৯৩ রান।
অভিষিক্ত বোলারের প্রথম বলেই আউট জাকির
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে মাঠে নেমেছে বাংলাদেশ।
টস হেরে ব্যাটিংয়ে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেট হারায় টাইগাররা। ফিরে গেছেন ওপেনার জাকির হাসান।
আফগান পেসার নিজাত মাসুদের করা বলে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে ফেরেন জাকির। যদিও প্রথমে আম্পায়ার আউট দেননি। পরে রিভিউ নিয়ে জাকিরকে ফেরত পাঠায় আফগানরা।
জাকিরকে ফেরত পাঠানো নিজাত আজকেই প্রথম টেস্ট খেলতে নেমেছেন। অভিষেক ম্যাচের প্রথম বলেই উইকেটের দেখা পেলেন তিনি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত এক উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ সাত রান।