চট্টগ্রাম বিশ^বিদ্যালয় পরিসংখ্যান বিভাগের উদ্যোগে নবীন বরণ, বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ১৩ জুন ২০২৩ বেলা ১১ টায় চবি বিজ্ঞান অনুষদের ১ নং গ্যালারিতে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে ও চবি বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নাসিম হাসান। চবি পরিসংখ্যান বিভাগের সভাপতি প্রফেসর মোঃ রোকনুজ্জামান (আজাদ) এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক উক্ত বিভাগের প্রফেসর মোঃ এমদাদুল হক। এ ছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন উক্ত বিভাগের প্রফেসর ড. সোমা চৌধুরী বিশ^াস।
মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) তাঁর বক্তব্যে উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, বিশ^বিদ্যালয় হচ্ছে জ্ঞান-গবেষণার সর্বোচ্চ বিদ্যাপীঠ। একটি কঠিন প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষার মাধ্যমে যারা এ বিভাগে ভর্তি হয়েছে তারা অত্যন্ত মেধাবী ও সৌভাগ্যবান। তিনি শিক্ষার্থীদেরকে সময়ের প্রতি নিষ্ঠাবান থেকে সম্মানিত শিক্ষকদের আদেশ-উপদেশ মেনে যথাসময়ে ক্লাশ ও পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষাজীবনের প্রতিটি মুহুর্তকে কাজে লাগানোর আহবান জানান। তিনি বিদায়ী শিক্ষার্থীদের সফল কর্মময় জীবন কামনা করেন। অনুষ্ঠানে বিভাগের শিক্ষার্থীদের অন্তরঙ্গন সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে নবীনদের পক্ষে তানজিলা তাসনিম, রিদোয়ান আহমেদ ও শাহরিয়ার শিশির এবং বিদায়ীদের পক্ষে মর্জিতা আক্তার বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিভাগের সম্মানিত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উক্ত বিভাগের শিক্ষার্থী মোঃ আশিক সরকার ও নাবিলা নওশিন।
চবি পরিসংখ্যান বিভাগের উদ্যোগে নবীন বরণ, বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন