খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে অত্যন্ত সুন্দর পরিবেশে ভোটগ্রহণ চলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক। এসময় ভোটের ফলাফল যাই হোক মেনে নেবেন বলে জানান তিনি। আজ সকাল সোয়া ৯টায় নগরীর ২২ নম্বর ওয়ার্ডে পাইনিয়ার উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেয়া শেষে সাংবাদিকদের এ প্রতিক্রিয়া জানান তিনি।
তালুকদার আব্দুল খালেক বলেন, অতীতের ভোটেও জনগণের রায় মেনে নিয়েছি, আজও মেনে নেব। এই মানসিকতা আমার আছে।
তিনি আরও বলেন, ভোটের পরিবেশ সুষ্ঠু। কেন্দ্রে নারীদের উপস্থিতি বেশি দেখছি। আশা করছি দুপুরের মধ্যেই ৬০ থেকে ৬৫ ভাগ ভোটগ্রহণ হবে।
সকাল ৮টায় শিল্প নগরী খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়। যা নিরবচ্ছিন্নভাবে বিকেল ৪টা পর্যন্ত চলবে। ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দিচ্ছেন ভোটাররা। কেন্দ্রীয়ভাবে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে এই নির্বাচন মনিটর করছে নির্বাচন কমিশন। ভোট কেন্দ্রের নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য।