পটিয়া স্টুডেন্টস ফোরাম, চট্টগ্রাম বিশ^বিদ্যালয় এর উদ্যোগে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা ২০২৩ অনুষ্ঠান ১১ জুন ২০২৩ বেলা ১১:৩০ টায় চবি গ্রন্থাগার মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে। অনুষ্ঠানে বান্দরবান বিশ^বিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. কাজী আহমদ নবীকে সংবর্ধনা প্রদান করা হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি রসায়ন বিভাগের প্রফেসর ড. তাপসী ঘোষ রায়, চবি প্রক্টর ড. মোহাম্মদ নূরুল আজিম সিকদার, চবি গণিত বিভাগের প্রফেসর মুহাম্মদ ফোরকান, চবি আরবী বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ সোলাইমান, চবি পদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. কাজী মুহম্মদ রাশেদ-নিজাম, চবি মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. কামরুন নাহার ইসলাম ও চবি সহকারী প্রক্টর জনাব অরূপ বড়ুয়া। অনুষ্ঠান উদ্বোধন করেন পটিয়া স্টুডেন্টস ফোরাম এর প্রতিষ্ঠাতা সভাপতি এবং পটিয়া পৌরসভার সাবেক মেয়র অধ্যাপক মোহাম্মদ হারুনুর রশীদ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক জনাব মুহাম্মদ বোরহান উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটিয়া স্টুডেন্টস ফোরামের সভাপতি জনাব মাহফুজুল ইসলাম জিহান এবং সঞ্চালনা করেন জনাব হাসান সায়েদ রাকিব ও জনাব শারমিন সুলতানা। অনুষ্ঠানে অতিথিবৃন্দকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) তাঁর বক্তব্যে উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, নবীন শিক্ষার্থীরা স্কুল-কলেজের ছোট্ট গন্ডি পেরিয়ে একটি কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপীঠ চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ে ভর্তি হবার সুযোগ লাভ করেছে। শিক্ষা-গবেষণার এ বিশাল ক্ষেত্রে শিক্ষার্থীরা প্রতিটি মুহুর্তকে সদ্ব্যবহারের মাধ্যমে যথাসময়ে শিক্ষা জীবন শেষ করে পরিবার, সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে নিজেদের নিয়োজিত করবে মর্মে মাননীয় উপ-উপাচার্য প্রত্যাশা ব্যক্ত করেন।
পটিয়া স্টুডেন্টস ফোরাম, চবি’র উদ্যোগে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন