পাঁচ বছরের প্রেমের স্মৃতি ভুলতে আবদুল আহাদ (২৩) নামের এক যুবক মাথা ন্যাড়া করে দুধ দিয়ে গোসল করেছেন।
প্রেমিকার অন্য জায়গায় বিয়ে হওয়ায় তার স্মৃতি মুছতে গ্রামবাসীকে সঙ্গে নিয়ে মাথার চুল ফেলে ন্যাড়া হয়ে পাঁচ লিটার দুধ দিয়ে গোসল করে নতুন শেরওয়ানি পরে গ্রাম ঘুরেছেন সাতক্ষীরা কলারোয়ার আব্দুল আহাদ। মাথায় গরুর দুধ ঢেলে গোসল করার এমন একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোড়ন সৃষ্টি করেছে।
ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার (৮ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার চন্দনপুর ইউনিয়নের গোয়াল পাড়া গ্রামের বটতলায়। আব্দুল আহাদ ওই গ্রামের রয়েল বক্সের ছেলে।
চন্দনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডালিম হোসেন বলেন,
মাথায় দুধ ঢেলে গোসল করা ওই যুবক পেশায় নির্মাণ শ্রমিক। গত পাঁচ বছর ধরে একই গ্রামের একটি স্কুলছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তার। ১৫ দিন আগে ওই মেয়ের বিয়ে হয়ে যাওয়ায় সে মানসিকভাবে ভেঙে পড়ে। সে ক্ষোভে প্রেমিকার সব স্মৃতি ভুলতে মাথা ন্যাড়া করে দুধ দিয়ে গোসল করে এলাকাবাসীর মাঝে মিষ্টি বিতরণ করে।
আহাদ আলীর মা পারভীনা বেগম বলেন,
ওই মেয়েকে প্রচণ্ড ভালোবাসত। বিয়ে করার স্বপ্ন দেখেছিল, এটা আমরা সবাই জানতাম। আমরা ওদের বিয়ে দিতে চেয়েছিলাম কিন্তু মেয়ের বাবা অন্য জায়গায় মেয়েকে বিয়ে দেয়ায় ছেলে মানসিকভাবে ভেঙে পড়ে। একপর্যায়ে গ্রামের অধিকাংশ মানুষকে সঙ্গে নিয়ে গোয়ালপাড়া বটতলায় গিয়ে মাথা ন্যাড়া করে গরুর দুধ দিয়ে গোসল করে নতুন শেরওয়ানি পরে সবার মাঝে মিষ্টি বিতরণ করে। আমার ছেলে এখন ওই মেয়েকে ভুলতে চায়।