আজ ০৯ জুন ২০২৩ হাটহাজারীর চৌধুরী হাট, মর্নিং ডিউ স্কুল এন্ড কলেজে “প্রমিতি সাংস্কৃতিক একাডেমির’র” পঞ্চম আবর্তনের নিয়মিত শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি কর্মশালা ইকবাল হোসেন জুয়েল এর সঞ্চালনায় উদ্বোধন করেন বরেণ্য নাট্যজন ও বাচিকশিল্পী “শুভ্রা বিশ্বাস”
উদ্বোধক বলেন এই মফস্বল অঞ্চলে প্রমিতির এমন উদ্যোগ সত্যি প্রশংসনীয়, বাচ্চাদের পাশাপাশি অভিভাবকদের শিখার এবং প্রমিতির সাথে থাকার আহ্বান করেন।
পঞ্চম আবর্তনের প্রথম কর্মশালা পরিচালনা করেন প্রহর সাংস্কৃতিক অঙ্গনের পরিচালক আবৃত্তি শিল্পী বর্ষা চৌধুরী।
এতে উপস্থিত ছিলে – সেলিম উদ্দিন, সাজু মল্লিক, মনজুর মোর্শেদ, বাহাদুর আলম, রনি চৌধুরী, হোসাইন ইলিয়াস, নুরুল আবছার, সীমা দে।
“প্রমিতি সাংস্কৃতিক একাডেমির’র” পঞ্চম আবর্তনের নিয়মিত শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি কর্মশালা

সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন