প্রস্তাবিত বাজেট নিয়ে মান্না
প্রস্তাবিত বাজেটের সাথে দেশের অর্থনৈতিক বাস্তবতার কোন সঙ্গতি নেই বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, এটা একটা স্বজনতোষী, দূর্নীতিবান্ধব বাজেট। এতে দেশের চলমান অর্থনৈতিক সংকট সমাধানের কোন উদ্যোগ বা দিকনির্দেশনা নেই। এই বাজেট বাস্তবায়ন করাও সম্ভব নয়। শুক্রবার দলের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার স্বাক্ষরিত বিবৃতিতে এসব কথা বলেন তিনি। মান্না বলেন, বাজেটে আইএমএফ এর শর্তের ব্যাপারে পরিষ্কার করে কিছু বলা হয়নি। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি রোধ করার কোন পরিকল্পনা নেই এই বাজেটে। অর্থনৈতিক সংস্কারের বিষয়েও পরিষ্কার বক্তব্য নেই। জিডিপি প্রবৃদ্ধি, মূল্যস্ফীতি, প্রবাসী আয়ের যে প্রাক্কলন করা হয়েছে তা কল্পনাপ্রসূত। আয় না থাকলেও টিআইএনধারীদের ২ হাজার টাকা পরিশোধের যে বিধান করা হয়েছে তা জনগণের পকেট কাটার আরেকটি উদ্যোগ।
মূল্যস্ফীতির লাগাম টানার কোন পরিকল্পনা নেই এই বাজেটে।
গণতন্ত্র মঞ্চের এই শীর্ষ নেতা বলেন, সরকার যেখানে রিজার্ভ সংকটের কারণে কয়লা আমদানি করতে পারছে না, তেল আমদানি করতে পারছে না; যেকারণে বিদ্যুৎকেন্দ্রগুলো বন্ধ করতে হচ্ছে, সেখানে রিজার্ভ বাড়ানোর উদ্যোগ না নিয়ে নতুন করে বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পরিকল্পনার কথা জানানো হয়েছে এই বাজেটে। লুটপাটের অবারিত সুযোগ তৈরি করার জন্যই এইসব প্রকল্প গ্রহণের সিদ্ধান্ত নিচ্ছে সরকার।
তিনি বলেন, এই সরকারের কাছে এর চেয়ে বেশি কিছু আশা করাও যায় না। কারণ এই সরকার জনগণের সরকার নয়। এই সরকার ক্ষমতায় থাকলে জনগণের ভাগ্যের কোন পরিবর্তন হবে না।