চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান বলেন, জিয়া একটি ইতিহাস। জিয়া একটি প্রতিষ্ঠান। জিয়া একটি বৈপ্লবিক চেতনা। জিয়া একটি রাজনৈতিক দর্শন। বাংলাদেশে বহুদলীয় ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা, অর্থনীতির পুনরুজ্জীবন, সময়োপযোগী গতিশীল পররাষ্ট্রনীতি গ্রহণের মাধ্যমে বিশ্ব রাজনীতিতে বাংলাদেশের স্বতন্ত্র অবস্থান ও গতিপথ নির্ধারণ এবং আঞ্চলিক পর্যায়ে সহযোগিতার পথ নির্দেশ শহীদ জিয়ার অন্যতম অবদান। তিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষা করেন। উৎপাদনের রাজনীতির মাধ্যমে দেশীয় অর্থনীতিকে সমৃদ্ধশালী করেন। বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ির আখ্যা থেকে খাদ্য রপ্তানীকারক দেশে পরিণত করেন। তার অর্থনৈতিক সংস্কারের কারণেই বাংলাদেশের অর্থনৈতিক ভিত্তি মজবুত হয়। শহীদ জিয়ার আদর্শ, দেশপ্রেম, সততা ও কর্মনিষ্ঠা আজ জাতীয়তাবাদী শক্তির প্রেরণার উৎস। আজ তাই জাতীয় জীবনের চলমান সংকটে শহীদ জিয়ার প্রদর্শিত পথ ও আদর্শ বুকে ধারণ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমান এর নেতৃত্বে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। আজ তাঁর শাহাদাৎ বার্ষিকীর দিনে আমরা তাঁর আত্মার মাগফেরাত কামনা করছি এবং তাঁর স্মৃতির প্রতি জানাই গভীর শ্রদ্ধা। তিনি আজ ৩০মে (মঙ্গলবার) সকাল ১১টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ষোলশহর ২নং গেইট জাতীয় বিপ্লব উদ্যানে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে পুস্পস্তবক অর্পণ এর মাধ্যমে শ্রদ্ধা নিবেদনকালে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে এ কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ—সভাপতি হারুন আল রশিদ, হারুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম ভূইয়া, এম. আবু বক্কর রাজু, সহ—সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, জাকির হোসেন, আব্দুল মান্নান, মফিজ উদ্দিন সুমন, মো. আলমগীর, সহ—সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন, প্রচার সম্পাদক আকবর হোসেন মানিক, কৃষি বিষয়ক সম্পাদক কামরুল হাসান, সহ—পরিবার ও কল্যাণ বিষয়ক সম্পাদক জাকির হোসেন মিশু,ক্ষুদ্র ও জাতিস্বত্তা বিষয়ক সম্পাদক মোহাম্মদ কায়সার, বায়েজিদ থানা আহবায়ক আলতাফ হোসেন, বাকলিয়া থানা আহবায়ক মো. দুলাল মিয়া, চকবাজার থানা আহবায়ক রিদওয়ানুল হক, হালিশহর থানা সদস্য সচিব মো. মুরাদ, মো. পারভেজ, মো. আবুল কালাম, মো. জামশেদ, মো. ইমন প্রমুখ।
শহীদ জিয়ার প্রদর্শিত পথ ও আদর্শ ধারণ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে

সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন