শামসু উদ্দীন টেকনাফ প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফ পৌরসভার নাইট্যং পাড়া এলাকায় অভিযান চালিয়ে অনুপ্রবেশকারী মিয়ানমারে যাওয়ার পথে ১৯ রোহিঙ্গা নাগরিক সহ ৫ বাংলাদেশী দালালকে আটক করেছে টেকনাফ মডেল থানা পুলিশ।
শনিবার (২৭ মে) সকালে আটকের বিষয়টি ‘যায়যায়দিনকে নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিম।
তিনি জানান- গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ পৌরসভার ১ নং ওয়ার্ড নাইট্যং পাড়া বাসটার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে আমিন শরীফের বাড়ি থেকে ১৯ জন মিয়ানমারের নাগরিককে উদ্ধার করা হয়। যার মধ্যে ৬ জন নারী, ৬ জন পুরুষ, ৭ জন শিশু রয়েছে। এ ঘটনায় জড়িত আরো ৫ জন বাংলাদেশি মানব পাচারকারী দালালকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আটক বাংলাদেশী দালালরা হলেন- টেকনাফ সদরের বরইতলী এলাকার মোঃ শাহ মাঝির ছেলে শীর্ষ মানবপাচারকারী দ্বীন ইসলাম, একই এলাকার আলীর জোহরের ছেলে ইউনুছ (২৪) ও পৌর সভার নাইট্যং পাড়া এলাকার মোঃ হাশেম এর ছেলে জামাল (৩৮), সেলিমের পুত্র জাহিদ (৩১), ও আমিন শরীফের স্ত্রী হাজেরা (৫০)।
সূত্রে জানা যায়, মিয়ানমার থেকে পালিয়ে এসে বাংলাদেশের টেকনাফ- উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নেন তারা। দালাল চক্র তাদের মিয়ানমারে পাচারের জন্য বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে এনে টেকনাফের নাইট্যং পাড়া এলাকায় শীর্ষ মানবপাচারকারী দ্বীন মোহাম্মদের শ্বাশুড় বাড়ি নাইট্যং পাড়া এলাকার আমিন শরীফের ঘরে জমায়েত করে জনপ্রতি ১০ হাজার টাকা করে নিয়ে মিয়ানমারে পাচার করছিল।
তাদের একটি বিশাল মানবপাচারকারী সিন্ডিকেট রয়েছে তারা হলেন- টেকনাফ বড়ইতলী এলাকার নেজাম, ইলিয়াস, নাইট্যং পাড়া এলাকার দিল মোহাম্মদ প্রকাশ (গুলো হানা), জাহাঙ্গীর, ফারুকের চাক্কু সহ বিশাল একটি সিন্ডিকেট। আইনের আওতায় না আনা হলে উক্ত এলাকায় মানব ও ইয়াবা পাচার বন্ধ হবে না বলে স্থানীয় সচেতন মহলের অভিমত।
উল্লেখ্য যে, আটক রোহিঙ্গারা সবাই মিয়ানমার হয়ে মালেশিয়া যাচ্ছিলেন বলে একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে।