কোয়ান্টাম মেডিটেশন সোসাইটি, চট্টগ্রাম বিশ^বিদ্যালয় এর নেতৃবৃন্দ ২৪ মে ২০২৩ তারিখ দুপুর ১২:৩০ টায় চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এর সাথে তাঁর অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় চবি বাংলা বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার সাঈদ, চবি প্রক্টর ড. মোহাম্মদ নূরুল আজিম সিকদার, সহকারী প্রক্টর জনাব অরূপ বড়ুয়া, চবি আইইআর এর সহকারী অধ্যাপক ও কোয়ান্টাম মেডিটেশন সোসাইটি চবি’র আহবায়ক জনাব জেরিন আক্তার, কোয়ান্টাম ফাইন্ডেশন চট্টগ্রাম সেন্টারের অর্গানিক কো-অর্ডিনেশন জনাব এস এম সাজ্জাদ হোসাইন, উক্ত সোসাইটির অর্গানিয়ার জনাব নাজিয়া তাসনিম ও সমন্বয়ক জনাব শরীফুল ইসলাম উপস্থিত ছিলেন। এ সময় কোয়ান্টাম মেডিটেশন সোসাইটি, চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের সদস্যবৃন্দ তাদের কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণ মাননীয় উপাচার্য সমীপে পেশ করেন। এছাড়াও ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত শুদ্ধাচার বইয়ের নতুন সংস্করণের একটি কপি এবং মেডিটেশন ম্যাগাজিনের একটি কপি মাননীয় উপাচার্যকে উপহার হিসেবে প্রদান করেন।
মাননীয় উপাচার্য কোয়ান্টাম মেডিটেশন সোসাইটি, চট্টগ্রাম বিশ^বিদ্যালয় এর নেতৃবৃন্দকে তাদের জনহিতকর কাজের ভূয়সী প্রশংসা করেন। একইসাথে চট্টগ্রাম বিশ^বিদ্যালয় ক্যাম্পাসে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থী এবং অভিভাবকদেরকে সেবা প্রদান করায় সোসাইটির সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান। মাননীয় উপাচার্য উক্ত সোসাইটির এ ধরণের কার্যক্রম নিয়মিত অব্যাহত রাখার আহবান জানান।
উল্লেখ্য, কোয়ান্টাম মেডিটেশন সোসাইটি, চট্টগ্রাম বিশ^বিদ্যালয় এর উদ্যোগে সম্প্রতি ঢাকা বিশ^বিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র হিসেবে চট্টগ্রাম বিশ^বিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা এবং গত ১৬ মে ২০২৩ তারিখ থেকে শুরু হওয়া চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিভিন্ন ধরণের সেবা প্রদান এবং বিশ্¦বিদ্যালয় ক্যাম্পাসে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করে আসছেন। সেবা প্রদান কার্যক্রমের মধ্যে ছিল- বিশুদ্ধ পানি সরবরাহ, এম্বুলেন্স সেবা প্রদান এবং শিক্ষার্থীদের পরীক্ষার হলের দিকনির্দেশনা প্রদান।
চবি উপাচার্যের সাথে কোয়ান্টাম মেডিটেশন সোসাইটি চবি’র নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন