আজ আইপিএলের প্রথম প্লে অফ ম্যাচে মুখোমুখি হচ্ছে গুজরাট টাইটান্স এবং চেন্নাই সুপার কিংস। চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে এই ম্যাচে মহেন্দ্র সিং ধোনির দিকে যেমন সকলের নজর তেমনই গুজরাটের ২৪ বছর বয়সী ক্রিকেটার শুভমান গিলের দিকে আমজনতার দৃষ্টি। পরপর দুটি ম্যাচে সেঞ্চুরি করা শুভমান কী আজ সেঞ্চুরির হ্যাটট্রিক করবেন! ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন তারকা বীরেন্দ্র সেওয়াগের একটি বার্তা কিন্তু ভাইরাল হয়েছে এই ম্যাচের আগে। শুভমানদের মতো তরুণ, সম্ভাবনাপূর্ণ খেলোয়াড়দের একটি বার্তা দিয়ে সেওয়াগ তাদের সমস্ত প্রলোভন থেকে দূরে থাকতে বলেছেন। সেওয়াগ বলেছেন, ভালো ক্রিকেটার হলেই সুন্দরী নারীদের প্রলোভন আসবেই। তার থেকে দূরে থাকা উচিত। সম্প্রতি শুভমানের সঙ্গে একটি বিজ্ঞাপনের ছবিতে অংশ নেওয়ার অভিজ্ঞতার কথা শুনিয়েছেন সেওয়াগ। বলেছেন, শুটিংয়ে তিনি শুভমানদের সঙ্গে কয়েক ঘণ্টা কাটালেও তারা একটিবারও ক্রিকেট নিয়ে কোনো কথা বলেনি সেওয়াগের সঙ্গে। অথচ তাঁর উঠতি সময়ে সুনীল গাভাস্কারের সঙ্গে একটি ডিনার ডেট পাওয়ার জন্যে কী আকুতিই না তিনি করেছিলেন। শুভমানরা সেদিন ব্যস্ত ছিল ফোনে এবং বান্ধবীদের সঙ্গে কথোপকথনে।
ভারতীয় ক্রিকেটে পোস্টার বয়ের তকমা বিরাট কোহলি থেকে শুভমান গিলের কাছে চলে গেছে। শচীন টেন্ডুলকারের কন্যা সারা এবং সাইফ আলি খানের কন্যা সারার সঙ্গে ডেট করে চলেছেন মোহালির এই তরুণ। কাকে বিয়ে করবেন তা কারোর জানা নেই। দিদি সাহনীলও জানে না ভাই কোন পথে এগোবে। দিদির সঙ্গে সম্পর্ক নিবিড় শুভমানের। কিন্তু সাহানীলেরও অজানা লন্ডন ইউনিভার্সিটি কলেজে চিকিৎসা বিজ্ঞানের ছাত্রী সারা টেন্ডুলকার নাকি টিনসেল টাউনে পা রাখা সারা আলী খান- কে ভাইয়ের মন জয় করবে। নাকি তৃতীয় কেউ? শুভমানের বাবা লক্ষীন্দর গিলের ক্রিকেটার হওয়ার লক্ষ্য ছিল। কিন্তু পাঞ্জাবের ফাজিলকায় কৃষি জমি দেখাশোনা করে তাঁর দিন যায়। শুভমানের ক্রিকেট প্রতিভা তিনি তার তিন বছর বয়সেই বুঝতে পারেন। শিশু শুভমান ব্যাট নিয়ে রাতে ঘুমাতে যেত। পাড়ার মাঠে শুভমানকে কেউ আউট করলেই লক্ষিন্দর তাকে একশ’ টাকা পুরস্কার দিতেন। শুভমান একটু বড় হতে তিনি মোহালিতে চলে আসেন। নিজের কৃষি জমিতে শুভমানের জন্যে বানিয়ে দিয়েছেন কংক্রিটের পিচ। এর পরেও কী প্রলোভনে গা ভাসাবে শুভমান? বীরেন্দ্র সেওয়াগের চেতাবনি টি যেন শুভমানের কানে ড্রামের মতো কেউ বাজায়- ভালো খেললে সুন্দরীরা আসবেই। তোমাকেই বেছে নিতে হবে কোন বলটা তুমি খেলবে আর কোনটা নয়!