তীব্র তাপপ্রবাহে পুড়ছে ভারত। দেশটির পাঞ্জাব, উত্তর প্রদেশ, হরিয়ানাসহ কয়েকটি রাজ্যে তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। কোনো কোনো জায়গায় ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
দেশটির স্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, দিনের শুরুতেই সূর্য মাথাচাড়া দিয়ে ওঠে। তীব্র দাবদাহ আর গরমে অতিষ্ঠ ভারতের কয়েকটি রাজ্য। গত কয়েকদিন ধরেই দাবদাহে পুড়ছে ভারতের পাঞ্জাব, উত্তর প্রদেশ, হরিয়ানাসহ কয়েকটি রাজ্য।
রোববারও (২১ মে) তাপমাত্রা ছুঁয়েছে ৪২ ডিগ্রি সেলসিয়াসের কাঁটা। অসহনীয় গরমে দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। কোনো কোনো জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৫ ডিগ্রি সেলসিয়াস।
দাবদাহের কারণে ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে । বৃষ্টির দেখা না মেলায় মাথায় হাত পড়ছে কৃষকের। তীব্র গরমের কারণে খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না সাধারণ মানুষ। দিনের বেশির ভাগ সময় জনশূন্য থাকে রাস্তাঘাট।
তবে আরও কয়েকদিন ভারতের এসব রাজ্যে তীব্র দাবদাহ থাকবে বলে জানিয়েছে আবহাওয়ার পূর্বাভাস।