হঠাৎ করে সড়কে তৈরি হলো পানির ফোয়ারা। প্রথমে ১০ ফুট উঁচু ছিল ফোয়ারার উচ্চতা।
পরে কমতে কমতে ৩-৪ ফুটে নেমে আসে। ইতিমধ্যে শত শত কৌতূহলী মানুষের ভিড় জমে।
তারা মোবাইল ফোনে সেই ফোয়ারার ছবি ছড়িয়ে দেন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভাইরাল হয়ে যায় তারপর।
রোববার (২১ মে) নগরের বহদ্দারহাট এলাকার হাজি চান মিয়া সড়কের দিগন্ত খাজা শপিং সেন্টারের সামনে এ পানির ফোয়ারার সৃষ্টি হয় ওয়াসার পাইপ ফেটে। বিকেল পৌনে পাঁচটা থেকে ঘণ্টাখানেক পানি বের হয়। এ সময় বিপাকে পড়ের পথচারীরা। তারপর সংশ্লিষ্টরা এসে পানি বন্ধ করে দেন।
জানতে চাইলে চট্টগ্রাম ওয়াসার নির্বাহী প্রকৌশলী (মড-২) সজীব বড়ুয়া বলেন, পানির পাইপ লাইন প্রকল্পের কাজ চলছিল। পাইপে পানির প্রেসার দিয়ে টেস্ট করার সময় বহদ্দারহাট এলাকার একটি অংশে পানি বের হতে থাকে। আধঘণ্টার মধ্যে সংশ্লিষ্টরা পানি বের হওয়া বন্ধ করতে সক্ষম হন।