চট্টগ্রাম কোতোয়ালী থানার রিয়াজউদ্দীন বাজার এলাকা থেকে মো. আলমগীর (৪৩) নামে এক সাবেক ইউপি সদস্যকে ১৩ হাজার ইয়াবাসহ গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা (বন্দর ও পশ্চিম) বিভাগ।
শনিবার (২০ মে) রাতে পৌনে ১১টার দিকে আব্দুল্লাহ সিদ্দিকী রোডের মদিনা শপিং সেন্টারের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
তিনি কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য।
সিএমপি গোয়েন্দা (বন্দর ও পশ্চিম) বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ আলী হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত পৌনে এগারোটার দিকে রিয়াজউদ্দীন বাজার এলাকার মদিনা শপিং সেন্টারের সামনে থেকে মো. আলমগীর নামে সাবেক ইউপি সদস্যকে গ্রেফতার করা হয়।
এ সময় তার কাছ থেকে ১৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, আলমগীর কক্সবাজার থেকে ইয়াবা এনে বিক্রি করতো। এ ঘটনায় নগরের কোতোয়ালী থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।