জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সির (জাইকা) হিউম্যান ডেভেলোপমেন্ট বিভাগের সিনিয়র এডভাইজর জাপানের কিইয়ুসু বিশ^বিদ্যালয়ের সাবেক ভাইস-প্রেসিডেন্ট উৎ. কড়রপযরৎড় ডধঃধহধনব এবং জাইকা’র বাংলাদেশ অফিসের প্রতিনিধি গং. ঈযরহধঃংঁ ওঐঅ ২১ মে ২০২৩ দুপুর ১২:৩০ টায় চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এর সাথে তাঁর অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে, চবি বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নাসিম হাসান, চবি আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আবদুল্লাহ মামুন, চবি জাদুঘর এর পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ বশির আহাম্মদ, চবি আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ খাইরুল ইসলাম, চবি মাস্টারদা সূর্যসেন হলের প্রভোস্ট প্রফেসর ড. এ এইচ এম রায়হান সরকার, চবি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি প্রফেসর ড. মোঃ আফতাব উদ্দীন, চবি ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ ফজলুল কাদের, চবি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ সানাউল্লাহ চৌধুরী, চবি বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন, চবি ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুমন গাঙ্গুলী ও চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জনাব কে এম নুর আহমদ উপস্থিত ছিলেন।
মাননীয় উপাচার্য জাইকা প্রতিনিধি দলকে চট্টগ্রাম বিশ^বিদ্যালয় সবুজ ক্যাম্পাসে স্বাগত জানান। তিনি বলেন, জাপান বাংলাদেশের উন্নয়ন সহযোগী বন্ধুরাষ্ট্র। বাংলাদেশের উন্নয়ন-অগ্রযাত্রায় বিভিন্ন প্রকল্পে জাপান সরকারের সহযোগিতার পাশাপাশি দেশে দক্ষ মানব সম্পদ উন্নয়নে জাপান যে অবদান রেখে যাচ্ছে তা অত্যন্ত প্রশংসনীয়। মাননীয় উপাচার্য আরও বলেন, জাপানের বিভিন্ন বিশ^বিদ্যালয়ের সাথে চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের উচ্চ শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে শিক্ষক-শিক্ষার্থী বিনিময় চলমান রয়েছে। চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি শিল্পে মানব-সম্পদ উন্নয়নে কারিগরী ও প্রযুক্তিগত শিক্ষা বিকাশের ক্ষেত্রে জাইকা’র প্রতিনিধি দলের প্রকল্প প্রস্তাবকে মাননীয় উপাচার্য সাদরে গ্রহণ করেন এবং এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণের ব্যাপারে সার্বিক সহযোগিতার আশ^াস প্রদান করেন। এ প্রকল্প বাস্তবায়িত হলে বিশ^বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা যুগোপযোগী দক্ষ মানব-সম্পদে রূপান্তরিত হয়ে দেশের ঊন্নয়ন-অগ্রযাত্রায় বিশেষভাবে ভূমিকা রাখবে মর্মে মাননীয় উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন। এ ছাড়াও মাননীয় উপাচার্য উচ্চশিক্ষা ও গবেষণা উন্নয়নে চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ে একটি কেন্দ্রীয় ল্যাব প্রতিষ্ঠার ব্যাপারে জাইকা প্রতিনিধি দলের সহযোগিতা কামনা করেন।
জাইকা প্রতিনিধি দলের সদস্যবৃন্দ চট্টগ্রাম বিশ^বিদ্যালয় অনিন্দ্য সুন্দর ক্যাম্পাস অবলোকন করে মুগ্ধ হন এবং বিশ^বিদ্যালয়ে শিক্ষার শান্তিপূর্ণ পরিবেশ ও গবেষণা ল্যাবসমূহ পরিদর্শন করে আগ্রহ প্রকাশ করেন এবং চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ে উচ্চ শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে তাঁদের সহযোগিতার আশ^াস প্রদান করেন।
পরে মাননীয় উপাচার্য প্রতিনিধি দলকে সাথে নিয়ে চবি প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের গবেষণা ল্যাব পরিদর্শন করেন।
চবি উপাচার্যের সাথে জাইকা’র মানবসম্পদ উন্নয়ন বিষয়ক প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন