মো.আলাউদ্দীন,হাটহাজারীঃ চট্টগ্রামের হাটহাজারী উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন মীর নোয়াবুল হক মেমোরিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক মো.সেলিম উদ্দিন রেজা। গত রোববার হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.শহিদুল আলম ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাইনুদ্দিন মজুমদার স্বাক্ষরিত জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২৩ এর ফলাফল বিবরণী তালিকায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ইভেন্টে তার নাম ঘোষণা করা হয়। মীর নোয়াবুল হক মেমোরিয়াল হাই স্কুলে ২০০৪ সালে সহকারী শিক্ষক (ইংরেজি) পদে যোগদানের মধ্য দিয়ে সেলিম উদ্দিন রেজা শিক্ষকতা জীবন শুরু করেন। পরে ২০১৪ সালের জুন মাসের ১ তারিখ থেকে ওই প্রতিষ্ঠামানের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বভার গ্রহন করেন তিনি। যোগদানের পর থেকেই সততা, যোগত্য, মননশীলতা ও দক্ষতার সাথে শিক্ষকের দায়িত্ব পালন করে আসছেন তিনি। শ্রেণিকক্ষে সহজ ও সাবলীল ভাষায় পাঠদান করার ক্ষেত্রে এবং কবিতা আবৃত্তিও বেশ সুনাম রয়েছে এ শিক্ষকের।কয়েকজন শিক্ষার্থীর অভিভাবকের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি শিক্ষামূলক কার্যক্রমে অত্যন্ত সুনামের সঙ্গে ভালো ফলাফল অর্জন করে আসছে। তাঁর দায়িত্ব গ্রহণের পর তিনি বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নসহ পারিপার্শ্বিক বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন। সেলিম উদ্দিন রেজা হাটহাজারী পৌরসভার মেডিকেল গেইট এলাকার সাবেক সরকারি কর্মচারী মরহুম মোহাম্মদ কামাল উদ্দীন এবং গৃহিনী রোকেয়া বেগমের সন্তান। উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ার বিষয়ে তিনি এ প্রতিবেদক কে বলেন, ‘আমার এ অর্জন মহান আল্লাহর অশেষ রহমত,মা,বাবার দোয়া, বিদ্যালয় প্রতিষ্ঠাতা পরিবার, পরিচালনা পরিষদ, সহকর্মী, অভিভাবক মণ্ডলী, প্রিয় ছাত্র ছাত্রী এবং শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা ও অনুপ্রেরণার ফসল। প্রতিষ্ঠানের প্রধান হিসেবে সব সময় চেষ্টা করি নিজের সেরাটা দেওয়ার জন্য।আর আমার এ অর্জন আমার সকল ছাত্র/শিক্ষকসহ হাটহাজারীবাসীর জন্য উৎসর্গ করলাম।”
হাটহাজারী উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত সেলিম উদ্দিন রেজা

সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন