শাহরুখ খানের সার্কাস সিরিয়ালটি তখন চলছে দূরদর্শনে। তখন তিনি এক প্রাণোচ্ছল তরুণী। তখন থেকেই তিনি শাহরুখ ভক্ত। শাহরুখের ছবি রিলিজ হলেই ফার্স্ট ডে ফার্স্ট শো তাঁর বাঁধা। তাঁর ঘরে ভর্তি শাহরুখের ছবি আর পোস্টার। উত্তর চব্বিশ পরগনার খড়দহের বাসিন্দা শিবানী চক্রবর্তী এখন সাতশট্টি। দুরারোগ্য ক্যান্সার শরীরে বাসা বেঁধেছে। চিকিৎসকরা জবাব দিয়েছেন, চোখ বুজলেই মৃত্যুর পদধ্বনি শুনতে পান শিবানী। মৃত্যুর আগে তাঁর একটি বাসনার কথা মেয়ে প্রিয়াকে জানান শিবানী।
প্রিয়া সেটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিয়েছেন- মৃত্যুর আগে একবার বলিউডের বেতাজ বাদশা শাহরুখ খানকে চাক্ষুস করতে চান শিবানী। তাঁকে পাত পেড়ে মোচার ঘন্ট, এঁচোরের দম, মাছের মাথা দিয়ে মুগডাল আর রুই মাছের কালিয়া খাওয়াতে চান।
নিজের হাতে রাঁধবেন, নিজের হাতে পরিবেশন করবেন। এরপর মরতে তাঁর কোনো আক্ষেপ থাকবে না বলে জানিয়েছেন শিবানী। প্রিয়া বললেন- সোশ্যাল মিডিয়াতে তিনি এটা দিয়েছেন যদি কিং খান এর চোখে পড়ে তাই। প্রিয়ার বিশ্বাস চোখে পড়লে নাইট রাইডার্সের সমর্থক তাঁর মায়ের কাছে একবার আসবেনই শাহরুখ। তাঁর মায়ের শেষ ইচ্ছা পূর্ণ হবে। প্রিয়ার উপলব্ধি -ক্যান্সার নিয়েও পাঠানের ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে যাওয়া মায়ের শেষ ইচ্ছা পূর্ণ হবেই।