মো.আলাউদ্দীন, হাটহাজারীঃ হাটহাজারীর নাজিরহাট শাখা লাইনে ট্রেন দূর্ঘটনার ঘটনা ঘটেছে। এতে ওই লাইনে প্রায় দুই আড়াই ঘন্টার মতো ট্রেন চলাচল বন্ধ ছিলো। শনিবার (২০ মে) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে হালদা প্যারালাল খাল সংলগ্ন এলাকায় এ দূর্ঘটনা ঘটে। তবে এই দূর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এই পরে সন্ধ্যার পর দূর্ঘটনা কবলিত ট্রেনটি উদ্ধারের পর এই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার দিকে বিদ্যূৎ লাইন মেরামতকারী একটি ট্রাক লাইনের কাজ সেরে ফেরার পথে হালদা প্যারালাল খাল সংলগ্ন এলাকার রেল লাইনে আসলে বিকল হয়ে যায়। এসময় নাজিরহাট গামী একটি লোকেল ট্রেন ওখানে পৌঁছলে ওই ট্রাকের সাথে সংর্ঘষের ঘটনা ঘটে। ফলে ট্রেন চলাচল বাধাগ্রস্হ হয়ে পড়ে। বিদ্যূতের লাইন মেরামতকারী ট্রাকটি নস্ট হয়ে গেলে, ট্রেন আসার সময় হওয়ায় ট্রাকে থাকা বিদ্যূৎ বিভাগের কর্মীরা আত্মরক্ষার্থে গাড়ি থেকে নেমে নিরাপদ স্থানে চলে যায় । পরে নাজিরহাটগামী ওই লোকেল ট্রেনের সাথে ট্রাকের ধাক্কা লেগে রেলাইনের উপর আটকে পড়া নষ্ট ট্রাকটি দুমড়ে মুচড়ে যায় এবং এই শাখা রেললাইনে সাময়িক ভাবে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। যার কারনে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা রাতের নাজিরহাট গামী ডেমু ট্রেনটি হাটহাজারী রেল স্টেশনে আটকা পড়ে যায়। পরে রাত আটটার দিকে উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে লাইন পরিস্কার করে দিলে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়। উপজেলার মির্জাপুর ইউনিয়নস্থ ৯ নং ওয়ার্ডের মেম্বার মো.মুছা বিএসসি ও নাজিরহাট রেল যাত্রী কল্যান সমিতির সভাপতি মো.শওকত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
হাটহাজারীতে ট্রেন দূর্ঘটনা : উদ্ধারের পর রাতে ট্রেন চলাচল স্বাভাবিক

সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন