চট্টগ্রামের আকবরশাহ থানাধীন কৈবল্যধাম এলাকায় একটি ফোম কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার (১০ মে) সকাল ৮টায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা এনামুল হক জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি গাড়ি গিয়ে সকাল সোয়া ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কারখানার ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।
এসময় ৩০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।