মোহাম্মদ সাহেদ সহ গ্রেফতারকৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে কোতোয়ালী থানা যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্টিত
চট্টগ্রাম মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বলেন, আওয়ামী লীগ সরকারের কাছে জনগণের কোনো মূল্য নেই। তাই তারা জনগণের স্বার্থের কথা চিন্তা করছে না। নিজেদের আখের গোছানোর জন্য সিন্ডিকেটের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি করে জনগণকে বিভীষিকাময় পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে। সাধারণ মানুষ আজ পরিবার পরিজন নিয়ে দিশেহারা। জনগণের কোনো মূল্য আওয়ামী লীগের কাছে নেই, কারণ তারা ভোট ডাকাতি করে ক্ষমতায় এসেছে। যদি জনগণের স্বার্থ রক্ষা করতে হয়, তাহলে এই সরকারের পতন ঘটিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি আদায় করতে হবে।তিনি বলেন, সরকার আন্দোলনের ভয়ে নেতা কর্মীদের জামিন থাকার পরেও জেলে পাঠিয়ে দিচ্ছে।তিনি চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ও বিভাগীয় সহ সভাপতি মোহাম্মদ সাহেদ সহ গ্রেফতারকৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানান।
মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা বলেন, শেখ হাসিনা সরকারের পতনের আন্দোলনের জন্য প্রস্তুত আছে। তাই আমাদেরকে স্বৈরাচারী সরকারের অন্যায়, অত্যাচার, দুর্নীতির বিরুদ্ধে দাঁতভাঙ্গা জবাব দিতে হবে। প্রয়োজনে রক্ত দিব, আমার ভাইয়েরা জেলে গিয়েছে, দরকার হলে আমরাও জেলে যাব। আমাদের মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, ভাতের অধিকার, ভোটের অধিকার প্রতিষ্ঠায় রাজপথে থাকবো।
চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ও বিভাগীয় সহ সভাপতি মোহাম্মদ সাহেদ এর মুক্তি দাবীতে কোতোয়ালী থানা জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে আজ ১০ মে বুধবার বিকেলে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ নগরীর কাজির দেওরি কাচা বাজার চত্তরে থানা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ হাসান এর সভাপতিত্বে সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ আবদুল জলিলের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন।প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা।
বক্তব্য রাখেন নগর যুবদলের সহ সভাপতি এমএ রাজ্জাক,ইকবাল হোসেন সংগ্রাম,নাসির উদ্দিন চৌধুরী নাসিম,যুগ্মসম্পাদক সেলিম উদ্দিন রাসেল,সহ সাধারণ সম্পাদক জাফার আহম্মদ খোকন,রাসেল নিজাম,প্রচার সম্পাদক জিল্লুর রহমান জুয়েল,তত্বওপ্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন, সহ অর্থ সম্পাদক জিয়াউল হক মিন্টু,সহ সমাজ কল্যান সম্পাদক মোহাম্মদ সালাউদ্দীন, সহ যোগাযোগ বিষয়ক সম্পাদক মেজবাহ উদ্দিন মিন্টু,সহ সম্পাদক মিজানুর রহমান,আবদুস সাত্তার,আমিন উল্লাহ,কোতোয়ালী থানার মোহাম্মদ রিয়াদ, মোহাম্মদ আলী হোসেন,সিরাজ খান রাজু,মোহাম্মদ আসরাফ উদ্দিন, মোজাম্মেল হক সোহেল,রাসেদ মাহমুদ শাহা,মোহাম্মদ জিয়া,কফিল উদ্দীন বাকলিয়া থানা যুবদলের আহবায়ক ইসমাইল হোসেন লেদু,মোহাম্মদ জাকের হোসেন চকবাজার থানা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ সরোয়ার,সাদ্দামুল হক ওয়ার্ড নেতৃবৃন্দ মোহাম্মদ জাহেদ,মোহাম্মদ ইফতেকার,মোহাম্মদ মহিউদ্দীন, মঈনু উদ্দিন খান রাজিব,ওমর ফারুক রানা,রুবেল হোসেন,মোহাম্মদ নাদিম,মাঈন উদ্দীন,আবুল হোসেন,মোহাম্মদ সাইফুল্লাহ,আবদুল হামিদ,আলাউদ্দীন,মোহাম্মদ মোরশেদ,মোহাম্মদ ইউসুফ,আরিফ সোহেল,মোহাম্মদ ফোরকান,জাবেদুল ইসলাম সোহেল প্রমুখ।