চট্টগ্রাম মহানগর বিএনপি’র আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ও ড্যাব নেতা ডা. আবদুর রহমান এর অকাল মৃত্যুতে পুরো ডাক্তার সমাজে এক শোকের ছায়া নেমে এসেছে। ডাক্তার আব্দুর রহমান মেধাবী, সৎ, নিষ্ঠাবান, সহজ— সরল মনের অধিকারী ডা. ছিলেন। আমরা এখনো বিশ্বাস করতে পারছি না ডাক্তার আব্দুর রহমান আমাদের মাঝে নেই। তার অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন ডাক্তার আব্দুর রহমানকে জান্নাতুল ফেরদৌস নসিব করে এই দোয়া কামনা করছি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। তিনি আজ ১০ই মে , বুধবার ,বাদে আছর , নগরীর গরীবুল্লাহ শাহ মাজার মসজিদে ড্যাব, চট্টগ্রাম এর উদ্যোগে চ.মে.ক. হাসপাতালের অর্থোপেডিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ও ড্যাব নেতা ডা.মুজিব আবদুর রহমান এর আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিলে বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা. আবদুর রহমান এর আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ড্যাব চট্টগ্রাম এর প্রধান উপদেষ্টা এবং চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক জননেতা ডা. শাহাদাত হোসেন, ড্যাব চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখার সভাপতি অধ্যাপক ডা. মোঃ জসিম উদ্দিন,ড্যাব চট্টগ্রাম জেলা শাখার সভাপতি অধ্যাপক ডা. তমিজ উদ্দিন আহমদ,ড্যাব চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি অধ্যাপক ডা. আব্বাস উদ্দিন ,
বিএসপিপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সাংবাদিক জাহিদুল করিম কচি,চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ন আহবায়ক শফিকুর রহমান স্বপন, সদস্য গাজী মোহাম্মদ সিরাজুল্লাহ, কামরুল ইসলাম,ড্যাব চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখার সাধারণ সম্পাদক ডা. ফয়েজুর রহমান,ড্যাব চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. বেলায়েত হোসেন ঢালী, ড্যাব এর কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ডা.এস.এম. সরোয়ার আলম,ড্যাব চট্রগ্রাম জেলার সহ সভাপতি ডা. কাজী মাহবুব আলম,ড্যাব চট্রগ্রাম মহানগর শাখার সহ সভাপতি ডা. নুরুল করিম চৌধুরী, বিশিষ্ট অর্থোপেডিক সার্জন ডা. জামাল উদ্দিন, ডা.এম. এ. জাফর. ডা. জসিম উদ্দিন রাতুল,আরো উপস্থিত ছিলেন নগর বিএনপির সাবেক নেতা আব্দুল হালিম স্বপন, এ কে এম.পেয়ারূ, আলমগীর নূর, তোফাজ্জল হোসেন, ইউসুফ সিকদার, জসিম উদ্দিন চৌধুরী,আব্দুল আহাদ রিপন, সালাউদ্দিন সাহেদ, এন মোহাম্মদ রিমন, সোনা মানিক এছাড়াও মরহুম ডা. আবদুর রহমান এর শ্বশুর চৌধুরী মঈন সাহেব সহ পরিবারের সদস্যবর্গ উপস্থিত ছিলেন।
ড্যাব নেতা আবদুর রহমান সৎ, বিনয়ী ও মেধাবী ডাক্তার ছিলেন

সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন