শফিউল আলম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজানে ২২ লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ ইয়াছমিন বেগম (৪৫) নামের এক নারীকে আটক করেছে থানার পুলিশ। গতকাল ৮ মে সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম রাঙামাটি সড়কের রাউজান জলিল নগর বাসষ্ট্যান্ড এলাকায় গাড়ি তল্লাশী করে ওই নারীর কাছে পলিথিন মোড়ানো ভর্তি ১২টি স্যালাইন প্যাকেট ভর্তি ২২ লিটার পাহাড়ী চেলাই মদ উদ্ধার করা হয়। রাউজান থানার ওসি আব্দুল্লাহ হারুন বলেন,থানার নারী পুলিশ সদস্য ওই নারী শরীরের তল্লাশী করে ২২লিটার মদ জব্দ করে। আটক ওই নারী ফটিকছড়ি উপজেলার ১০নং সুন্দরপুর ইউনিয়নের বাদামতলী গ্রামের দুলু চৌধুরীর বাড়ীর মোঃ হাসানের স্ত্রী।বর্তমানে মাদক সহ আটক মহিলা ইয়াসমিন আকতার বসবাস করেন কাউখালী উপজেলার সুগার মিল এলাকায় আদর্শগ্রামে। ৯মে মঙ্গলবার ওই নারীর বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।
রাউজানে দেশীয় তৈরী চোলাই মদ সহ মহিলা আটক

সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন