রাউজানের উরকিরচরে এতিম হেফজখানার নাম দিয়ে চলছে শিক্ষার নামে ব্যবসার করার অভিযোগ
শফিউল আলম, রাউজান প্রতিনিধিঃ চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার ১২ নং উরকিরচর ইউনিয়নের উরকিরচর এলাকায় আল্লামা আবদুল মালেক রঃ কমপ্লেক্স ট্রাস্ট গঠন করে। উরকিরচর মোহামদিয়া গাউসিয়া সুন্নিয়া মার্দ্রাসার অধ্যক্ষ আল্লামা হাসান রেজা আল কাদেরী এই ট্রাস্ট প্রতিষ্টা করেন । আল্মমা হাসান রেজা আল কাদেরী ট্রাস্ট্রের আওতায় উরকির চর এলাকায় মুহিব্বানে আলা হজরত মহিলা এতিম হেফজখানা চালু করেন । মহিলা এতিম খানার নাম দিয়ে দেশ ও মধ্যপ্রাচ্যে গিয়ে এতিম মহিলাদের শিক্ষা, তাদের কর্মসংস্থান, বিয়ে দেওয়ার কথা বলে মধ্যপ্রাচ্যে কর্মরত প্রবাসীদের কাছ থেকে বিপুল পরিমান চাদাঁ আদায় করে। ঐ চাদার টাকা দিয়ে নির্মান করা হয় মুহিব্বানে আলা হজরত মহিলা এতিম হেফজখানা প্রতিষ্টা করে। বতমানে মুহিব্বানে আলা হজরত মহিলা এতিম হেফজখানায় ৫৮ জন মহিলা শিশু শিক্ষার্থীকে খাওয়া বস্ত্র দেওয়ার কথা থাকলে ও শিক্ষার্থীদের অভিবাবক থেকে প্রতিজন মাসিক ৪ হাজার টাকা করে আদায় করছে বলে মহিলা শিশু শিক্ষার্থী নেয়াপাড়া এলাকার উম্মে সালমা বলেন, প্রতি মাসে তার পিতার কাছ থেকে তার বোন উম্মে হাবিবাকে পড়ানো বাবদ প্রতিজন থেকে ৪ হাজার টাকা করে ৮ হাজার টাকা দিতে হয় । শিশু শিক্ষার্থী উম্মে সালমা সাংবাদিকের সাথে কথা বলার সময়ে মহিলা এতিম হেফজ খানার অফিস সহকারী জয়নাল আবেদীন তাদের ধমক দেয় । এতিম হেফজ খানায় থাকা অনান্য শিশু শিক্ষার্থীদেরকে কোন টাকা নেয়না বলে বলতে বাধ্য করেন । ট্রাস্ট কতৃক পরিচালিত মহিলা এতিম হেফজ খানায় এতিম মহিলা শিশু শিক্ষার্থীদের বিনা বেতনে লেখাপড়া ও খাওয়ার প্রদানের কথা বলে দেশ ও বিদেশে গিয়ে প্রবাসী ও ব্যবসায়ী, সরকারী বেসরকারী চাকুরীজীবিদের কাছ থেকে বিপুল পরিমান টাকা চাদাঁ আদায় করা হলে ও মহিলা এতিম হেফজখানায় টাকা ছাড়া কোন শিক্ষার্থীকে লেখপাড়া ও খাবার দেয়না বলে এলাকার লোকজন অভিযোগ করেন । এছাড়া ও উরকিরচর মোহামদিয়া গাউসিয়া সুন্নিয়া মার্দ্রাসার অধ্যক্ষ আল্লামা হাসান রেজা আল কাদেরীর বিরুদ্বে উরকিরচর মোহাম্মদিয়া গাউসিয়া সুন্নিয়া মাদ্রাসার দুজন শিক্ষককের নাম দিয়ে ৪ লাখ ১০ হাজার ৫শত ৩৪ টাকা তুলে আত্বসাৎ করার অভিযোগে উরকিরচর মোহামদিয়া গাউসিয়া সুন্নিয়া মার্দ্রাসা পরিচালনা কমিটির সাবেক সভাপতি মরহুম এস এম ইউসুফ র্দুনীতি দমন কমিশন মাদ্রাসা পরিচালনা কমিটির সাবেক সভাপতি মরহুম এস এম ইউসুফের দায়ের করা অভিযোগ তদন্তের জন্য চট্টগ্রাম জেলা প্রসাশকের কাছে প্রেরক করেন দুর্নীতি দমন কমিশন । চট্টগ্রাম জেলা প্রশাসক অভিযোগটি তদন্ত পুর্বক প্রতিবদেন প্রদান করার জন্য তৎকালীন রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগের কাছে প্রেরন করেন । তৎকালীন রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ বিষয়টি তদন্তের জন্য তৎকালীন রাউজান উপজেলা শিক্ষা অফিসার চৌধুরী মনিরুজ্জমানকে দায়িত্ব প্রদান করেন । তদন্ত প্রতিবেদনটি এখনো র্দুনীতি দমন কমিশনে পাঠানো হয়নি বলে অভিযোগ করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি নুরুল আবছার মিয়া । উরকিরচর মোহামদিয়া গাউসিয়া সুন্নিয়া মার্দ্রাসা এতিম খানা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব ছগির আহম্মদ বলেন, মাদ্রাসার দু শিক্ষকের নাম দিয়ে র্আত্বসাৎ করা টাকা ছাড়া ও মাদ্রাসা ও এতিমখানার নাম দিয়ে দেশের বিভিন্ন এলাকা ও মধ্যপাচ্যে গিয়ে বিপুল পরিমান টাকা চাদাঁ তুলে উরকিরচর মোহামদিয়া গাউসিয়া সুন্নিয়া মার্দ্রাসার অধ্যক্ষ আল্মামা হাসান রেজা আল কাদেরী আত্বসাৎ করে। এই প্রসঙ্গে আল্লামা হাসান রেজা আল কাদেরীর কাছে জানতে চাইলে, আল্লামা হাসান রেজা আল কাদেরী বলেন । আমার আব্বা আল্লামা আবদুল মালেক রঃ এর অসিয়ত মতে আমি ট্রাস্ট গঠন করে। ঐ ট্রাস্ট্রের আওতায় উরকিরচরে মুহিব্বানে আলা হজরত মহিলা এতিম হেফজখানা চালু করেছি । ট্রাস্ট্রের অর্থায়নে এতিম মহিলা শিশু শিক্ষার্থীদের বিনা বেতনে লেখাপড়া খাবার প্রদান করে আসছি । হেফজখানার লেখাপড়া শেষ হলে তাদেরকে মার্দ্রসায় ট্রাষ্টের অর্থায়নে লেখাপড়া করানো হবে । এই ট্রস্ট্রের অর্থায়েনে এতিম মহিলাদের লেখপাড়া শেষ হলে তাদের বিয়ের ব্যবস্থা করা হবে । এতিম খানায় মহিলা শিশু শিক্ষার্থীদের অভিবাবকদের কাছ থেকে টাকা আদায় ও এতিম খানায় এতিম ছাড়া মহিলা শিশু শিক্ষার্থী থাকা প্রসঙ্গে উরকিরচর মোহামদিয়া গাউসিয়া সুন্নিয়া মার্দ্রাসার অধ্যক্ষ আল্লামা হাসান রেজা আল কাদেরীর কাছে জানতে চাইলে, উরকিরচর মোহামদিয়া গাউসিয়া সুন্নিয়া মার্দ্রাসার অধ্যক্ষ আল্লামা হাসান রেজা আল কাদেরী বলেন, এতিম শিক্ষার্থীদের কাছ থেকে কোন টাকা নেওয়া হয়না। মাদ্রাসার টাকা আত্বসাৎ করা প্রসঙ্গে উরকিরচর মোহামদিয়া গাউসিয়া সুন্নিয়া মার্দ্রাসার অধ্যক্ষ আল্লামা হাসান রেজা আল কাদেরী বলেনম সাবেক সভাপতি মরহুম এস এম ইউসুফ অভিযোগ দায়ের করার পর উরকিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল মার্দ্রাসা প্ররিচালনা কমিটির তৎকালীন সভাপতি এস এম ইউসুফ সহ সদস্যদের নিয়ে বেঠক হয় । বৈঠকে উভয় পক্ষের মধ্যে সমঝোতা হয় । এ ব্যাপারে রাউজান উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদারের কাছে জানতে চাইলে, রাউজান উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদার বলেন, উরকিরচর মোহামদিয়া গাউসিয়া সুন্নিয়া মার্দ্রাসার অধ্যক্ষ আল্লামা হাসান রেজা আল কাদেরীর বিরুদ্বে অনিয়ম অর্থ আত্বসাৎ করার অভিযোগ শুনেছি । আমার কাছে কেউ লিখিত ভাবে অভিযোগ করেনি । লিখিত অভিযোগ পেলে তদন্ত করে অনিয়ম ও অথূ আত্বসাৎ এর প্রমান পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে ।
রাউজানের পাহাড়তলীতে পানি চলাচলের পথ কৃষি জমি ভরাট করে নির্মান করছে পাকা ভবন
চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার ৯নং পাহাড়তলী ইউনিয়নের পাহাড়তলী চৌমুহনী বিশাল বাজার। বাজারের পাশে রয়েছে ১শত ৫০ টি জলাদাশ পরিবারের বসবাস । পাহাড়তলী চৌমুহনী বাজারের উত্তর পাশে হাফেজ বজলুর রহমান সড়কে ছড়ার পানি চলাচলের জন্য নির্মান করা হয়েছে ব্রীজ । ব্রীজের পাশে পনি চলাচলের পথ কৃষি জমি মাটি ভরাট করে পাকা বাণ্যিজিক ভবন নির্মান করছেন পাহাড়তলী এলাকার বাসিন্দ্বা নিরঞ্জন বসাক। পানি চলাচলের পথ কৃষি জমি মাটি ভরাট করে পাকা বাণ্যিজিক ভবন নির্মান করা হলে, বর্ষার মৌসুমে ছড়া দিয়ে পানি প্রবাহ বন্দ্ব হয়ে জলদাশ পাড়া সহ পাহাড়তলী চৌমুহনী বাজার জলবদ্বাতা সৃষ্টি হওয়ার শংকা রয়েছে । পানি চলাচলের পথ কৃষি জমি ভরাট করে পাকা ভবন নির্মান করা প্রসঙ্গে নিরঞ্জন বসাকের পুত্র টিপুল বসাককে ফোন করে জানতে চাইলে টিপুল বসাক বলেন, পানি চলাচলের জায়গা খালী রেখে ভাণ্যিজিক ভবন নির্মান কাজ করছি । এ ব্যাপারে পাহাড়তলী ইউনিয়নের চেয়ারম্যান রোকন উদ্দিনকে ফোন করে জানতে চাইলে, চেয়ারম্যান রোকন উদ্দিন বলেন, ব্রীজের পাশে বাণ্যিজিক ভবন নির্মান কাজ শুরু করলে আমি ভবন নির্মানকারীদেরকে পানি চলাচলের পথ উম্মুক্ত রেখে ভবন নির্মানের জন্য বলেছি । রাউজানের পাহাড়তলী ইউনিয়নের পাহাড়তলী চৌমুহনী বাজারের উত্তর পাশে ও উনসত্তর পাড়া এলাকায় বিপুল পরিমান কৃষি জমি মাটি ভরাট করে আবাসিক ও বাণ্যিজিক ভবন নির্মান করা হয়েছে । কৃষি জমি ভরাট করে এখনো চলছে আবাসিক ও বাণ্যিজিক ভবন নির্মান কাজ ।
রাউজানে বিদ্যুৎ লাইনের তার ছিড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মহিলার মৃত্যু
রাউজান উপজেলার ৬নং বিনাজুরী ইউনিয়নের মোহাম্মদপুর শেখ ওমারের বাড়ীর উপর দিয়ে যাওয়া বিদ্যুৎ লাইনের তার ছিড়ে বাড়ীর পুকুরের পানিতে পড়ে । গতকাল ৮ মে সোমবার দুপুরে শেখ ওমর আলীর বাড়ীর মমতাজ মিয়ার স্ত্রী নুর আয়েশা (৫০) পুকুুরে গোসল করার জন্য পুকুরে নামলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরন করেন বলে জানান পাশ্ববর্তী ৭নং রাউজান ইউনিয়নের মেম্বার সাহাবুউদ্দিন ।