কাপ্তাই প্রতিনিধি: কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের আওতাধীন বাঘমারা রেন্জ এলাকায় অবৈধ ভাবে করাত কল স্থাপন করে কাঠ চিরাইয়ের অভিযোগ উঠেছে। গত কয়েকদিন পূর্বে বাঘমারা এলাকার স্থানীয় জনসাধারণের পক্ষে কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের বিভাগীয় বন কর্মকর্তার বরাবরে পাঠানো লিখিত এক অভিযোগ থেকে বিষয়টি জানা গেছে। অভিযোগে প্রকাশ, সরকারি আইন অনুযায়ী সংরক্ষিত বনাঞ্চলের দুই কিলোমিটারের মধ্যে কোন রকম করাতকল স্থাপন না করার নিয়ম রয়েছে। কিন্তু কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের আওতাধীন বান্দরবানের বাঘমারা রেন্জের সংরক্ষিত বনাঞ্চলের আধা কিলোমিটারের মধ্যে মুরুক্ষং মুখ পাড়ায় স্থানীয় একব্যক্তি যোগসাজশ করে প্রায় ৪-৫ মাস পূর্বে অবৈধভাবে একটি করাতকল স্থাপন পূর্বক কাঠ চিরাই কার্যক্রম চালিয়ে যাচ্ছে। পরবর্তিতে নানা পন্হায় সেসব চিরাই কাঠ অন্যত্র পাচার করা হচ্ছে। এবিষয়ে বাঘমারা রেন্জ কর্তৃপক্ষ কোন রকম ভূমিকা রাখছে না বলে অভিযোগে উল্লেখ করা হয়। এবিষয়ে সোমবার বাঘমারা রেন্জের রেন্জার মোঃ কামালের দৃষ্টি আকর্ষন করা হলে তিনি বলেন, রেন্জের আওতাধীন এলাকায় অবৈধভাবে কয়েকটি করাতকল রয়েছে। এরমধ্যে দু’টি করাতকল উচ্ছেদে মামলা করা হয়েছে এবং মামলা গুলি চলমান রয়েছে। নতুন করে মুরুক্ষং মুখ পাড়া এলাকায় গত ৪-৫ মাস ধরে করাতকল চলছে, সে সম্পর্কে আমার জানা নেই, খোঁজ নিয়ে ম্যাজিষ্ট্রেটের সহযোগিতায় তা উচ্ছেদের ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের বিভাগীয় কর্মকর্তা মোঃ নূরুল ইসলামের সাথে মুঠোফোনে আলাপকালে তিনি জানান, বিষয়টি আমার জানা নেই। তবে সেখানকার দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বলে এবং খোঁজ নিয়ে এর সত্যতা নিশ্চিত হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
কাপ্তাই পাল্পউড বাগান বিভাগঃ বাঘমারা রেন্জের সংরক্ষিত এলাকায় করাতকল স্থাপন করে কাঠ চিরাই

সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন