চট্টগ্রাম কাপ্তাই মহা সড়কে চাদাঁ দিয়ে চলছে কাগজ পত্র বিহিন হাজার সি,এন, জি অটোরিক্সা
শফিউল আলম, রাউজান প্রতিনিধিঃ চট্টগ্রাম কাপ্তাই মহাসড়ক দিয়ে প্রতিদিন রাউজান, রাঙ্গুনিয়া, হাটহাজারী এলাকায় চলাচল করে হাজার সিএনজি অটোরিক্সা । চট্টগ্রাম কাপ্তাই মহাসড়কে চলাচল কারী সি, এন জি অটোরিক্সার মধ্যে অধিকাংশ সি, এন জি অটোরিক্সার কোন লাইসেন্স নেই নেই কোন রোজিষ্টেশন, সিএনজি অটো রিক্সার চালকের নেই কোন ড্রাইভিং লাইসেন্স । পুলিমকে মাসোহারা দিয়ে সমিতির চাদাঁ দিয়ে প্রতিদিন কাপ্তাই সড়কে চলাচল করছেন হাজার হাজার সি, এন, অটোরিক্সা । চট্টগ্রাম কাপ্তাই সড়কের রাস্তার মাথায় সমিতির নামে লাঠি হাতে নিয়ে চলাচলকারী সি, এন, জি অটোরিক্সা থেকে প্রতিদিন কয়েকজন চাদাঁ আদায় করতে দেখা যায় । রেজিষ্টেশন যুক্ত বৈধ সি,এন জি অটোরিক্সাকে দিতে হয় চাদাঁর টাকা । চাদার টাকা না দিলে সি, এন, জি চালককে মারধর করে বলে ও অভিযোগ রয়েছে । পুলিশ ও সমিতির কর্মকর্তাদের চাদাঁ দিয়ে চলাচলকারী রেজিষ্টেশন বিহীন, ড্রাইভিং লাইসেন্স বিহীন চালক দিয়ে সিএনজি অটোরিক্সা কাপ্তাই সড়ক দিয়ে চলাচল করায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। চট্টগ্রাম কাপ্তাই সড়কের রাস্তার মাথায় সিএনজি অটোরিক্সা থেকে প্রতিদিন হাজার হাজার টাকা চাদাঁ আদায় করছে লাঠি হাতে নিয়ে সন্ত্রাসীরা । চাদাঁ আদায় করার সময়ে কেউ প্রতিবাদ করলে তার উপর নেমে আসে সন্ত্রাসীদের নির্যাতন । নোয়াপাড়া অটোরিক্সা কল্যান সমিতির সভাপতি নোয়াপাড়া ইউনিয়নের মেম্বার সেকান্দও হোসেনের কাছে ফোন করে জানতে চাইলে, মেম্বার সেকান্দর বলেন, রাউজানের নোয়াপাড়া, মগদাই, রাঙ্গুনিয়া, রাউজান, কাপ্তাই সড়কে রাউজান নোয়াপাড়া অটোরিক্সা চালক সমিতির অধিনে ১ হাজার সিএনজি অটো রিক্সা চলাচল করেন । রাস্তার মাথায় সমিতির নামে কাপ্তাই সড়কে চলাচলকারী সিএনজি অটোরিক্সাকে চাদাঁ দিতে হয় রাস্তার মাথা অটোরিক্সা চালক সমিতির কর্মকতাদের। নোয়াপাড়া অটোরিক্সা কল্যান সমিতির সাধারন সম্পাদক আমজাদ বলেন, প্রতিদিন নোয়াপাড়া অটোরিক্সা কল্যান সমিতির আওতায় ১ হাজার সিএনজি অটোরিক্সা কাপ্তাই সড়ক সহ রাউজান, রাঙ্গুনিয়া এলাকায় চলাচল করে। সড়কে চলাচলকারী সিএনজি অটোরিক্সা থেকে কাপ্তাই রাস্তার মাথা এলাকায় কাপ্তাই রাস্তার মাথা অটোরিকসা চালক সমিতিকে প্রতিটি সিএনজি অটো রিক্সা ৫ টাকা করে চাদাঁ দিতে হয় । রাউজান ব্যতিত রাঙ্গুনিয়া, কাপ্তাই হাটহাজারী এলাকার সিএনজি অটোরিক্সা কাপ্তাই রাস্তার মাথা থেকে যাত্রী নিলে প্রতিটি সিএনজি অটোরিক্সাকে ১০ টাকা করে চাদা দিতে হয় । কাপ্তাই রাস্তার মাথায় হাতে লাঠি নিয়ে সি, এন জি অটো রিক্সা নিয়ন্ত্রনের নামে সমিতির নামে সন্ত্রাসী কায়দায় চাদাঁ আদায় করায় আইন শৃংখলা রক্ষা বহিনীর সদস্যরা কয়েকবার অভিযান চালিয়ে চাদাঁ আদায়কারীদের আটক করা হলে ও বন্দ্ব হয়নি চাদা আদায় । কাপ্ত্ইা রাস্তার মাথায় লাঠি হাতে সিএনজি অটোরিক্সা থেকে চাদাঁ আদায়ের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে রাউজানের মোরশেদ আলম বলেন, পুরো চট্টগ্রাম শহরের মধ্যে দুর্নীতির সবচেয়ে বড় স্বর্গরাজ্য এখন কাপ্তাই রাস্তার মাথা। এখানকার চাঁদাবাজির খবর সর্বনিম্ন মহল থেকে সর্বোচ্চ মহল পর্যন্ত সবাই জানে। এই পর্যন্ত অনেকেই এই চক্র ভাঙ্গার চেষ্টা করেছে। যারা যারা বাধা দিতে চেষ্টা করেছে তারাই কিছুদিন পরে এই সিন্ডিকেটের অংশ হয়ে গেছে এবং নিয়মিত সম্মানি পাচ্ছে। যিনি পোস্ট করেছেন, তিনি এই চেষ্টা অব্যাহত রাখলে কিছুদিনের মধ্যে ভাগ্যের দরজায় অবতারের টোকার আওয়াজ পাবেন।
চট্টগ্রাম কাপ্তাই মহাসড়কে বাস সিএন জি অটোরিক্সার মুখোমুখি সংর্ঘষ আহত ৬
চট্টগ্রাম কাপ্তাই মহাসড়কে বাস সিএন জি অটোরিক্সার মুখোমুখি সংর্ঘর্ষের ঘটনা সংগঠিত হয় । গতকাল ৭ মে রবিবার বিকাল ৩টার সময়ে চট্টগ্রাম কাপ্তাই সড়কের রাউজানের বাগোয়ানের কালুমরার টেক এলাকায় এঘটনা সংগঠিত হয় । সংর্ঘষের ঘটনায় সিএনজি অটোরিক্সার চালক সহ আহত হয়েছে ৬ জন । ঘটনার পর পর সংবাদ পেয়ে রাউজান নোয়াপাড়া পুলিশ ফাড়ির পুলিশ ও চুয়েট পুলিশ ফাড়ির পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্বার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পঠিয়েছে বলে জানান রাউজান থানার ওসি আবদুল্ল্রাহ আল হারুন। বাস ও সিএনজি অটোরিক্সা পুলিশ আটক করে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে বলে পুলিশ জানায়।