সীতাকুণ্ড উপজেলা জামায়াতের দুই নেতাকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৭ এপ্রিল) ভোররাতে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে পুলিশ সদস্যরা নগরীর হালিশহর ও বহদ্দারহাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
তারা হলেন- সীতাকুণ্ড ডিগ্রি কলেজ ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর মোহাম্মদ রায়হান এবং উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি নিজাম উদ্দিন। বর্তমানে সীতাকুণ্ড উপজেলা জামায়াতের দায়িত্বশীল পদে রয়েছেন তারা।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ জানান, নাশকতাসহ বিভিন্ন মামলায় দীর্ঘদিন পলাতক ছিলেন আসামি দুই জামায়াত নেতা। রায়হানের বিরুদ্ধে ৩৩টি এবং নিজামের বিরুদ্ধে ১২টি মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের নগর থেকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।