বড় ম্যাচ মানেই যেন রদ্রিগোর পায়ে গোল। রিয়াল মাদ্রিদের জার্সিতে আরও একবার যেন সেটাই প্রমাণ করলেন এই তরুণ ব্রাজিলিয়ান ফুটবলার। কোপা দেল রের ফাইনালে ওসাসুনার বিপক্ষে জোড়া গোল করে রিয়াল মাদ্রিদকে ৯ বছরের খরা কাটিয়ে শিরোপা জেতালেন তিনি। ২০২১ সালে লিওনেল মেসির পর তিনিই প্রথম ফুটবলার যিনি কোপা দেল রের ফাইনালে একের অধিক গোল করলেন।
আজ ওসাসুনাকে ২-১ গোলে হারিয়ে কোপা দেল রের অধরা শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। ওসাসুনার পক্ষে একমাত্র গোল করেন লুকাস তোরো। সবশেষ তারা জিতেছিল ২০১৪ সালে, এবার জিতলো ২০তম কোপা দেল রের শিরোপা।
এদিন স্তাদিও লা কারতুজা স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণে ওঠে রিয়াল। ম্যাচের দ্বিতীয় মিনিটেই রিয়ালকে এগিয়ে দেন রদ্রিগো। বা পাশ থেকে ওসাসুনার ডিফেন্ডারদের বোকা বানিয়ে বক্সে ঢুকে পড়েন রিয়ালের ব্রাজিলিয়ান ফুটবলার ভিনিশিয়াস জুনিয়র। কিন্তু শট নেওয়ার সুযোগ না পাওয়ায় ক্রস দেন রদ্রিগোকে। স্বদেশীর ছয় গজ বক্সের মুখে নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন তিনি।
অষ্টম মিনিটে প্রথম সুযোগ পায় ওসাসুনা।
পেনার ক্রসে বুদিমিরের হেড সহজেই ধরে ফেলেন কোর্তোয়া। ৩২ মিনিটে রিয়ালের ডেভিড আলাবার নেওয়া চমৎকার ফ্রিকিক ওসাসুনার গোলরক্ষককে পোস্টে লেগে বাইরে চলে যায়। ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় রিয়াল।
বিরতি থেকে ফিরেই সমতায় ফেরে ওসাসুনা। বক্সের বাইরে থেকে দুর্দান্ত হাফ-ভলিতে গোলটি করেন স্প্যানিশ মিডফিল্ডার লুকাস তোরো।৭০তম মিনিটে রিয়ালের লিড পুনরুদ্ধার করেন রদ্রিগো। টনির ক্রুসের শট এক ডিফেন্ডারের পায়ে লেগে বল পেয়ে যান রদ্রিগো, সেখান থেকে লক্ষ্যভেদ করে ম্যাচে নিজের জোড়া গোল পূর্ণ করেন তিনি।
বাকি সময়ে বাবধান বাড়ানোর ভালো দুটি সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি রিয়াল। যোগ করা সময়ে সুযোগ হারায় ওসাসুনাও। শেষ পর্যন্ত ২-১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে লস ব্লাঙ্কোসরা।