শনিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৫৫ রানে আউট হয়ে আইপিএলে সাত হাজার রান করার মাইলস্টোনটি গড়ার পর ভাষ্যকার ড্যানি মরিসন প্রশ্নটি তুলে দেন- বিরাটের সঙ্গে আনুশকা আর ভামিকা যেন খামের গায়ে ডাকটিকিট। এতে খেলার ওপর প্রভাব পড়ে না? বিরাট এই প্রশ্নের জবাবে স্ট্রেট বলেন, তিনি একজন আদ্যন্ত ফ্যামিলিম্যান। স্ত্রী আনুশকা আর কন্যা ভামিকা তাঁর অনুপ্রেরণা। ওরা মাঠে থাকলে বিরাট যে অনুপ্রেরণা পান তা জানাতেও ভোলেননি। আনুশকা বলিউডের এক নামী অভিনেত্রী। নিজের ক্যারিয়ার ছেড়ে যেভাবে মাঠে এসে শক্তি যোগান তার জন্য আনুশকাকে কৃতজ্ঞতা জানান বিরাট। বস্তুত, দিল্লি ক্যাপিটালস ম্যাচে অন্য বিরাট কোহলিকে দেখা গেছে। ম্যাচের শুরুতে বিরাট পা ছুঁয়ে প্রণাম করেন তাঁর ছোটবেলার কোচ রাজকুমার শর্মাকে। ম্যাচের শেষে সৌরভ গঙ্গোপাধ্যায় তাঁর পিঠ চাপড়ে দিতেই বিরাট কৃতজ্ঞতায় সৌরভের হাত জড়িয়ে ধরেন। কদিন আগেই সৌরভের সঙ্গে হাত মেলাতে অস্বীকৃত হন বিরাট।
গৌতম গম্ভীরের সঙ্গে গণ্ডগোলের পর এবং ভারতীয় ক্রিকেট বোর্ড বিরাটের ম্যাচ ফি’র একশ শতাংশ কেটে নেয়ার পর কি বিরাটের এই ভোল বদল? বিরাট ঘনিষ্ঠরা জানাচ্ছেন – বিরাট এই রকমই। কখনও মেঘ তো কখনও রোদ।