রাউজানের কলমপতিতে সড়কের গাছ কেটে বিক্রয় করলেন ইউপি মেম্বার
শফিউল আলম, রাউজান প্রতিনিধিঃ রাউজান উপজেলার ২নং ডাবুয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কলমপতি এলাকায় নাগেশ্বর গার্ডেন সড়কে রোপন করা আকাশ মনি গাছ বিক্রয় করে দেয় ইউপি মেম্বার ওবাইদুল হক চৌধুরী । সড়কের পাশে রোপন করা ৬টি বৃক্ষ কলমপতি এলাকার বাসিন্দ্বা ফার্নিসার ব্যবসায়ী মহিউদ্দিন বলেন, ইউপি মেম্বার ওবাইদুল হক চৌধুরীর কাছ থেকে সড়কের ৬টি আকাশমনী গাছ ক্রয় করেছি । ক্রয় করা বৃক্ষ আমি কেটে নিয়ে যাচ্ছি। ৬ মে শনিবার সকালে সড়কের ৬টি গাছ কেটে নিয়ে যায় ফার্নিসার ব্যবসায়ী মহিউদ্দিন । সড়কের বৃক্ষ নিধন প্রসঙ্গে ডাবুয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার ওবাইদুল হক চৌধুরীর কাছে জানতে চাইলে, মেম্বার ওবাইদুল হক চৌধুরী বলেন,সড়কের গাছ মরে যাওয়ায় মরা গাছ গুলো মহিউদ্দিনের কাছে বিক্রয় করেছি । সড়কের বৃক্ষ নিধন করার কোন অনুমতি নিয়েছেন কিনা জানতে চাইলে, কোন অনুমতি নেয়নি বলে জানায় ইউপি মেম্বার ওবাদুল হক চৌধুরী। এ ব্যাপারে রাউজান উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদারকে ফোন করে এ প্রসঙ্গে জানতে চাইলে, উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদার বলেন সড়কের গাছ কাটার কোন অনুমতি নেয়নি আমার কাছ থেকে । আমি খোজঁ নিয়ে দেখে ব্যবস্থা গ্রহন করবো ।
রাউজানের হলদিয়া ইউনিয়নের বৃকবানপুর এলাকায় কৃষি জমি থেকে গভীর ভাবে মাটি কেটে মাটি বিক্রয়
রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের বৃকবানপুর এলাকায় কৃষি জমি থেকে এসকেভেটার দিয়ে গভীর ভাবে মাটি খনন করে কৃষি জমি কাটা মাটি বিক্রয় করা হয়েছে । কৃষি জমি থেকে গভীর ভাবে মাটি কেটে ড্রাম ট্রাক দিয়ে ইটের ভাটায় ও রাউজানের বিভিন্ন এলাকায় পুকুর জলাশয় ও কৃষি জমি ভরাট কাজে বিক্রয় করে মাটি খোকো সিন্ডিকেটের সদস্যরা । বৃকবানপুর এলাকায় কৃষি জমি থেকে এসকেভেটার দিয়ে গভীর ভাবে মাটি খনন করে মাটি বিক্রয় করা হলে ও সংশ্লিষ্ট প্রশাসন রহস্য জনক কারনে নিরবতা পালন করে আসছে ।
কলমপতিতে রোহিঙ্গা পরিবার কৃষি জমি মাটি ভরাট করে পাকা ভবন নির্মান
চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার ২নং ডাবুয়া ইউনিয়নের কলমপতি এলাকায় গত ১৫ বছর পুর্বে রোহিঙ্গা থেকে আসা এক ব্যক্তি কলমপতি এলাকার বাসিন্দ্বা মরহুম কামাল ফকিরের কন্যা বাচু আকতারকে বিয়ে করে। বাচু আকতারকে বিয়ে করার পর রোহিঙ্গা ঐ ব্যক্তি বাচু আকতারকে নিয়ে সাগরপথে মালয়েশিয়া পাড়ি জামায় । মালয়েশিয়াতে রোহিঙ্গা ঐ ব্যক্তি বাচু আকতারকে নিয়ে বর্তমানে অবস্থান করছে । রোহিঙ্গা ঐ ব্যক্তি মালয়েশিয়া থেকে টাকা পাঠিয়ে তার শ্শুর বাড়ীর লোকজনের মাধ্যমে কলমপতি এলাকার বাসিন্দ্বা ডাঃ মফিজুল হক চৌধুরীর কাছ থেকে তার পৈতৃক কৃষি জমি ক্রয় করে। রোহিঙ্গা ঐ ব্যক্তি তার ক্রয় করা কৃষি জমি মাটি ভরাট করে তার শ্বাশুর বাড়ীর লোকজন দিয়ে প্রকাশ্য দিবালোকে পাকাঘর নির্মান করছে । এ প্রসঙ্গে ডাবুয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার ওবাইদুল হক চৌধুরীর কাছে জানতে চাইলে, মেম্বার ওবাইদুল হক চৌধুরী বলেন, রোহিঙ্গা ঐ ব্যক্তির নাম আমি জানিনা। রোহিঙ্গা ঐ ব্যক্তি এলাকার বাসিন্দ্বা কামাল ফকিরের কন্যা বাচু আকতারকে বিয়ে করে। বিয়ের পর বাছু আকতারকে নিয়ে সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাড়ি জমায় । মালয়েশিয়া থেকে বাছু আকতার বাংলাদেশী পার্সফোট তৈয়ারী করে কয়েকবার দেশে আসে । বাছু আকতার কয়েকবার দেশে আসলে ও তার স্বামী রোহিঙ্গা ঐ ব্যক্তি দেশে আসেনি । রোহিঙ্গা ঐ ব্যক্তি তার স্ত্রী বাছু আকতার শ্বাশুর বাড়ীর লোকজন দিয়ে কৃষি জমি ভরাট করে কৃষি জমিতে পাকা ঘর নির্মান করার সময়ে আমি কয়েকবার বাধা দিলে ও আমার বাধাকে উপেক্ষা কওে কৃষি জমিতে পাকিাঘর নির্মান করছে । এ ব্যাপারে রাউজান উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদারকে ফোন করে জানতে চাইলে, রাউজান উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে ।
সাংবাদিক রতন বড়ুয়া রাউজানে প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদের উদ্যোগে বুদ্ধ পূর্ণিমা উদযাপন
রাউজান থানাধীন ১২ নং উরকিরচর ইউনিয়ন এর পূর্ব আবুরখীল তালুকদার পাড়া শান্তিময় বিহারে প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদের উদ্যোগে পবিত্র বুদ্ধ পূর্ণিমা উদযাপন করা হয়েছে। ৬ মে শনিবার সকালে অনুষ্টিত বুদ্ব পুর্ণিমা উপলক্ষে আয়োজিত অনুষ্টানে সভাপতিত্ব করেন প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদের সভাপতি সাংবাদিক রতন বড়ুয়া। আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন শান্তিময় বিহারের অধ্যক্ষ ভদন্ত বুদ্ধানন্দ ভিক্ষু। অনুষ্ঠানমালার মধ্যে ছিল অষ্টবিংশতি বুদ্ধ পূজা,পঞ্চশীল ও অষ্টশীল গ্রহণ এবং বিশ্বশান্তি কামনায় সমবেত প্রার্থনা। সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রকৌশলী হীরো বড়ুয়া বাবুর সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা রুপতি রঞ্জন বড়ুয়া, সলিল বিকাশ বড়ুয়া, সহ-সভাপতি পিকলু বড়ুয়া, বীরু বড়ুয়া, অর্থ সম্পাদক রাজু বড়ুয়া,সাংগাঠনিক সম্পাদক পুলক বড়ুয়া, ইমন বড়ুয়া,সমাজসেবক বিজয় বড়ুয়া ননা,শৈশব বড়ুয়া সাগর রুপস বড়ুয়া প্রমুখ। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিহার আলোক সজ্জা ও প্রদীপ প্রজ্জলন করা হয়।