চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন এলাকায় অর্পিতা মজুমদার (২৩) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। নিহত অর্পিতা মজুমদার রাজন দাসের স্ত্রী। তার বাড়ি চন্দনাইশ উপজেলায়।
শনিবার (৬ মে) সকাল সাড়ে ৯টায় আসকারদীঘির উত্তরপাড় মালিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবির। তিনি বলেন, নিহতের স্বামীর একটি মুরগীর দোকান রয়েছে। পারিবারিক কলহের জেরে এমন ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।