প্রকিৃতিক মৎস প্রজনন ক্ষেত্র হালদা নদী ডেইরী ফার্ম, পোল্টি ফার্ম এর বজ্য শৌচাগারের ময়লা কলক্রাখানার বজ্যে দুষন হচ্ছে হালদা নদী
শফিউল আলম, রাউজান প্রতিনিধিঃ প্রকৃতিক মৎস প্রজনন ক্ষেত্র হালদা নদীর তীরবর্তী রাউজান উপজেলার নোয়াজিশপুর ইউনিয়নের পশ্চিম নদীম পুর, ইন্দ্বিরা ঘাট জেলে পাড়া, গহিরা ইউনিয়নের কাজী পাড়া, কোতয়ালী ঘোনা, রাউজান পৌরসভার বদুর ঘোনা, মঘাশাস্ত্রি বড়ুয়া পাড়া, অংকুরী ঘোনা, দক্ষিন গহিরা, মোবারক খীল, জাম তল, বিনাজুরী ইউনিয়নের পশ্চিম বিনাজুরী, পশ্চিম গুজরা ইউনিয়নের কাসেম নগর, গোলজার পাড়া, অজিমের ঘাট, কাগতিয়া, মগদাই, উরকিরচর ইউনিয়নের খলিফার ঘোনা, উরকিরচর, মইশকরম, হার পাড়া, সার্কদা, নোয়াপাড়া ইউনিয়নের মোকামী পাড়া, কচুখাইন, হাটহাজারী উপজেলার লাঙ্গলমোড়া, ছিপাতলী, রুহুল্ল্যাপুর, গড়দুয়ারা, মার্দ্রশা, দক্ষিন ম্দ্রাাসা চট্টগ্রাম নগরীর মোহরা এলাকার মধ্যে গড়ে উঠা ডেইরী ফার্ম, পোল্টি ফার্ম, হারদা নদীর তীরবর্তী এলাকার বাসিন্দ্বাদের শৌচাগারের ময়লা হালদা নদীতে পড়ছে । এছাড়া ও রাউজান উপজেলার রাউজান খাল, মুখছড়ি খাল, কাগতিয়া খাল, হরনাথ ছড়া খাল, ভোমর ঢালা খাল, মঙ্গলছড়ি খাল, খাসখালী খাল, বেরুলিয়া খাল, ডাবুয়া খাল, সর্তার খাল, তেলপারই খাল, বুড়িসর্তা খাল, কেউচিয়া খাল, মুগদা খাল, মহেশখালী খাল, কাঠাল ভাঙ্গা খাল, মগদাই খাল, কালচাইন্দা খাল, বইজ্যাখালী খাল, উভলং খাল, হাতী জোড়া খাল, হাটহাজারী উপজেলার মধ্যে খন্দকিয়া খাল, বোয়ালিয়া খাল সহ যে খাল হালদা নদীর সাথে সংযুক্ত রয়েছে ঐ সব খালের তীরে গড়ে উঠা ডেইরী ফার্ম, পোল্টি ফার্ম, এলাকার বাসিন্দ্বাদের ঘরের শৌচাগারের ময়লা প্রতিনিয়ত হালদা নদীর পানিতে পড়ছে । এছাড়া ও হালদা নদীর তীরে গড়ে উঠা ইট ভাটা ও বিভিন্ন কলকারখানার বিষাক্ত বজ্য হারদা নদীতে গিয়ে পড়ছে । কলকারখানার বজ্য, ডেইরী ফার্ম,পোল্টি ফার্মের বজ্য সহ মানুষের ঘরের শৌচাগারের ময়লা হালদা নদীতে পড়ে হালদা নদীর পানি দুষন হচ্ছে প্রতিনিয়ত । প্রাকৃতিক মৎস প্রজনন ক্ষেত্র হালদা নদীতে মা মাছ ডিম ছাড়ার ভরা মৌসুম চলছে । হালদা নদীর পানি দুষন হয়ে পড়ায় মা মাছের প্রজনন হুমকির মুখে পড়েছে । মা মাছ ডিম ছাড়ার ভরা মৌসুমে চলছে প্রচন্ড তাপদাহ । প্রবল বর্ষন ও ব্রজপাত হলে পাহাড়ী ঢলের শ্রোতের সৃষ্টি হলে হালদা নদীর পানি দুষন মুক্ত হবে বলে জানিয়ে হালদা গবেষক চট্টগ্রাম ক্যান্টেনমেন্ট পাবলিক কলেজের জীব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. শফিকুল ইসলাম বলেন, জলবায়ু পরিবর্তন ও মনুষ্যসৃষ্ট বিভিন্ন ধ্বংসাত্মক কর্মকান্ড যেমন:- দূষণ, জাল, বড়শি ও বিষ দিয়ে অবৈধ মৎস্য শিকার, অবৈধ বালু উত্তোলন, চরকাঁটা, হালদার উজানে ভুজপুর ও হারুয়ালছড়ি রাবার ড্যাম, ধুরুং খালের উপর কনক্রিট ড্যাম, হালদা ও এর বিভিন্ন শাখাখালসমুহ পলি জমে ভরাট ও হালদা নদীতে বিষাক্ত বজ্য ইত্যাদি কারণে হালদার জলজ পরিবেশ হুমকির সম্মুখীন। যার সরাসরি প্রভাব পড়ছে হালদার মৎস্য সম্পদের উপর। এর প্রভাবে বিগত দুই বছর হালদা থেকে সংগৃহীত ডিমের পরিমাণ ব্যাপকহারে কমেছে। বর্তমানে হালদা নদীতে চলছে মেজর কার্পজাতীয় মাছের ভরা প্রজনন মৌসুম। কিন্তু জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট উচ্চ তাপমাত্রা ও ব্রজসহ বৃষ্টিপাত না হওয়ায় হালদা নদীতে ডিম ছাড়ার অনুকুল পরিবেশ সৃষ্টি না হওয়ায় হালদা নদীতে মামাছ ডিম ছাড়েনি। প্রবল বর্ষন বজ্রপাত হলে হালদা নদীতে পাহাড়ী ঢলের শ্রোতের পানি নেমে আসলে হালদা পানি দুষন হ্রাস পাবে ও মা মাছ নদীতে ডিম ছাড়বে ।
রাউজানে কেন্দ্রীয় বৌদ্ব বিহার নির্মান কাজের জন্য ৫০ লাখ টাকা অনুদান দিলেন ফজলে করিম চৌধুরী এমপি
রাউজানে কেন্দ্রীয় বৌদ্ব বিহার নির্মান কাজের জন্য ৫০ লাখ টাকা অনুদান দিলেন রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি । রাউজান পৌরসভার ১নং ওয়ার্ডের পশ্চিম গহিরা সর্তার ঘাট এলাকায় নির্মান করা হচ্ছে উপজেলা কেন্দ্রীয় বৌদ্ব বিহার । গতকাল ৫ মে শুক্রবার দুপুরে সর্তার ঘাট এলাকায় রাউজান উপজেলা কেন্দ্রীয় বৌদ্ব বিহার নির্মান কাজের উদ্বোধন করেন রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি। রাউজান উপজেলা কেন্দ্রীয় বৌদ্ব বিহার নির্মান কাজের উদ্বোধনী অনুষ্টানে বিহার নির্মান কাজের জন্য ৫০ লাখ টাকা অনুদানের ঘোষনা দেয় এবি এম ফজলে করিম চৌধুরী এমপি । রাউজান উপজেলা কেন্দ্রীয় বৌদ্ব বিহারের নির্মান কাজের উদ্বোদক হিসাবে উপস্থিত ছিলেন রতনশ্রী মহাথেরো। অনুষ্টানে আর্শিবাদক হিসাবে উপস্থিত ছিলেন শীলানন্দ মহাথেরো। সাবেক চেয়ারম্যোন সুকুমার বড়ুয়া সভাপতিত্বে অনুষ্টিত রাউজান উপজেলা কেন্দ্রীয় বৌদ্ব বিহারের নির্মান কাজের উদ্বোধনী অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দার বাবুল, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা কৃষক লীগের সভাপতি পৌর কাউন্সিলর আলমগীর আলী, পৌর কাউন্সিলর বশির উদ্দিন খান চেয়ারম্যান ভুপেশ বড়ুয়া, অংশুমান বড়ুয়া, চেয়ারম্যান রবিন্দ্র লাল চৌধুরী, সহ বৌদ্ব ধর্মীয় নেতৃবৃন্দ ।