বলিউড অভিনেত্রী শেহনাজ গিল। রিয়েলিটি শো ‘বিগ বস’-এর মাধ্যমে বিনোদন জগতে পথচলা শুরু হয় শেহনাজ গিলের। কিছুদিন আগে মুক্তি পেয়েছে তার অভিনীত প্রথম সিনেমা ‘কিসি কা ভাই কিসি কি জান’।
ছবিটি বক্স অফিসে আশানুরূপ ব্যবসা করতে না পারলেও নতুন একটি সুখবর দিলেন অভিনেত্রী। সামাজিক মাধ্যমে নিজেই ভাগ করে নিলেন সে কথা। সম্প্রতি অভিনেত্রী জানান, তিনি মুম্বইতে নিজের বাড়ি কিনেছেন। এই খবর জানাজানি হতেই অনুরাগীদের শুভেচ্ছা বার্তায় ভরে গিয়েছে মন্তব্যের ঘর। আর বাড়ির স্পেশাল হলো তার নিজস্ব গোসলঘর। সেটি যাতে কোনোভাবে অপরিষ্কার না হয়ে যায়, সেদিক মাথায় রেখেই নিজের জন্য আলাদা গোসলঘর করেছেন তিনি। যা অন্য কারও ব্যবহার করার অনুমতি নেই।
সম্প্রতি শেহনাজের অনুষ্ঠানে অতিথি হয়ে আসেন জনপ্রিয় ইউটিউবার ও অভিনেতা ভুবন বাম। তাকে অভিনেত্রীর ভাই জানান, শেহনাজ নিজের ভাইকে পর্যন্ত তার গোসলঘর ব্যবহার করতে দেন না।
রিয়েলিটি শো থেকে উত্থান শেহনাজের। নিজের চেষ্টা ও পরিশ্রমের জোরে নিজের জায়গা বানিয়েছেন বিনোদন জগতে।