যারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদেশ সফরের গুরুত্ব বোঝে না তারাই বিষয়টি নিয়ে কটাক্ষ করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী দেশকে বিক্রি করতে বিদেশ যাননি, দেশকে উচ্চতায় নিয়ে যেতে বিদেশ গেছেন। শেখ হাসিনা নিজের জন্য বিদেশে যাননি। তিনি বিদেশে গেছেন আগামী বাজেটের জন্য সহযোগিতা চাইতে। তিনি বিদেশে গেছেন বাংলাদেশের সাধারণ মানুষ আজকে যারা দ্রব্যমূল্য বৃদ্ধিতে কষ্ট পাচ্ছে, এই সাধারণ মানুষকে বাঁচাতে।’
সোমবার (১ মে) মহান মে দিবস উপলক্ষে আওয়ামী লীগের উদ্যোগে বিকেলে রাজধানীর ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আয়োজিত এক সমাবেশে বক্তব্য রাখেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘যারা এই সফরের বিরুদ্ধে কথা বলে তাদেরকে কিছু বলার নেই। তারা হিংসার আগুনে জ্বলে। পদ্মা সেতুর জ্বালা, মেট্রোরেলের জালা, বঙ্গবন্ধু টানেলের জ্বালা, ১০০ সেতুর জ্বালা, ১০০ রাস্তার জ্বালা তাদের।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি ৫২ দল, ১২ দল নিয়ে ১০ দফা বিক্ষোভ পদযাত্রা, হোঁচট খাওয়া আন্দোলন করেছে। পদযাত্রার নামের শেষ যাত্রা করছে বিএনপি। বিএনপির আন্দোলন, দফা, দল সবই ভুয়া। বিএনপি পথহারা, দিশেহারা ফান্দে পড়িয়া বগা কান্দের মতো দশা। বিএনপি রাজনীতিতে পরাজিত হয়ে গেছে, আন্দোলনে পরাজিত, নির্বাচনে এলেও পরাজিত হবে।
বিএনপির আন্দোলনের কোনো ভবিষ্যত নেই উল্লেখ করে ওবায়দুল কাদের আরও বলেন, তাদের আন্দোলন ও ঐক্যজোট ভুয়া। যারা গণআন্দোলন করতে পারেনি, তারা গণঅভ্যুত্থান করতে পারবে না। তাদের আন্দোলন ঝিমিয়ে পড়েছে। তারা এখন দিশেহারা।
সিটি নির্বাচনে বিএনপির প্রার্থী দেয়া প্রসঙ্গে তিনি বলেন, সিটি নির্বাচনে বিএনপি ঘোমটাপরা প্রার্থী দিয়েছে। আর তাদেরকে মাঠে নামিয়েছে তারেক রহমান।
সমাবেশে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিমসহ কেন্দ্রীয় নেতারা অংশ নেন।
শ্রমিক লীগের এই সমাবেশে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু করে সচিবালয়, রাজউক পর্যন্ত নেতাকর্মীদের উপস্থিত দেখা যায়। সমাবেশে কয়েক হাজার নেতাকমী অংশ নিয়েছেন।